আজ রবিবার
আজ রবিবার হুমায়ূন আহমেদের তৈরি জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক।ধারাবাহিকটি বিটিভিতে ১৯৯৯ সালে সম্প্রচারিত হয়েছিল। এটি ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০১৭ সালে হিন্দিতে পুনরায় প্রচারিত হয়েছিল।[1][2]
আজ রবিবার | |
---|---|
ধরন | হাস্যরসাত্নক, পারিবারিক |
নির্মাতা | হুমায়ূন আহমেদ |
লেখক | হুমায়ূন আহমেদ |
পরিচালক | মনির হোসেন জীবন |
সৃজনশীল পরিচালক | মনির হোসেন জীবন |
অভিনয়ে | |
আবহ সঙ্গীত রচয়িতা | মাকসুদ জামিল মিন্টু |
উদ্বোধনী সঙ্গীত | "লোকে বলে" এবং "নিশা লাগিলো রে" - হাসন রাজা |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ১৩ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | বাংলাদেশ টেলিভিশন স্টুডিও |
চিত্রগ্রাহক | মাহমুদুর রহমান শরীফ |
সম্পাদক | আহমেদ শপন |
ব্যাপ্তিকাল | প্রায় ৩৬৮ মিনিট |
নির্মাণ কোম্পানি | নুহাশ ফিল্মস |
পরিবেশক | নুহাশ ফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | বিটিভি |
মূল মুক্তির তারিখ | ১৯৯৯ |
কুশিলব
নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:
- আবুল খায়ের - দাদাজান চরিত্রে
- আবুল হায়াত - জামিল চরিত্রে
- আসাদুজ্জামান নূর - ফরহাদ চরিত্রে
- জাহিদ হাসান - আনিস চরিত্রে
- সুবর্ণা মোস্তফা - মীরা চরিত্রে
- আলী যাকের - আসগর চরিত্রে
- শাওন - তিতলি চরিত্রে
- শিলা আহমেদ - কঙ্কা চরিত্রে
- ফারুক আহমেদ - মতি মিয়া চরিত্রে
- ফজলুল কবীর তুহিন - হিমু চরিত্রে
গান
নাটকটিতে ব্যবহৃত গানগুলো হাসন রাজার সৃষ্টি।
- গান লেখা ও পরিচালনা: মকসুদ জামিল মিন্টু।
- মূল কণ্ঠ: সেলিম চৌধুরী।
- কণ্ঠ: ফজলুল কবির তুহিন।
তথ্যসূত্র
- Sagor, Faridur Reza। "The Brilliance of Humayun Ahmed"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫।
- Alom, Zahangir। "Humayun Ahmed's musical creations under spotlight"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.