আজিজ মির্জা

আজিজ মির্জা (জন্ম: ১৯৪৭) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।[1][2]

আজিজ মির্জা
জন্ম (1947-01-01) জানুয়ারি ১, ১৯৪৭
মুম্বই, ভারত
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশা
কর্মজীবন১৯৬৯বর্তমান
আদি নিবাসমুম্বই

প্রাথমিক এবং কর্মজীবন

মির্জা ১৯৪৭ সালে ভারতে জন্ম নেন। কর্মজীবন শুরু করেন ১৯৮৫ সালে, যখন তিনি তার ভাই সাঈদ আখতার মির্জা এবং পরিচালক কুন্ডন শাহ'র সঙ্গে ইস্ক্রা নামে একটি নতুন প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করতে যোগ দেন।

চলচ্চিত্রের তালিকা

বছরশিরোনামভূমিকাভাষাটীকা
১৯৬৯আদমি অর ইনসানঅভিনেতাহিন্দি[3]
১৯৭৪পিয়াসা দিলঅভিনেতাহিন্দি[4]
১৯৭৫সন্ধ্যাঅভিনেতাহিন্দি[5]
১৯৮০আলবার্ট পিন্টু কো গোস্সা কিউ আতা হায়অভিনেতাহিন্দি[6]
১৯৮৬-৮৭নুকাদপরিচালকহিন্দি[7]
১৯৮৮-৮৯সার্কাসপরিচালকহিন্দি[8]
১৯৯২রাজু বান গেয়া জেন্টলম্যানপরিচালক, চিত্রনাট্যকারহিন্দি[9]
১৯৯৭ইয়েস বস পরিচালক, চিত্রনাট্যকারহিন্দি[10]
২০০০ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানিপরিচালক, প্রযোজকহিন্দি[11]
২০০৩চলতে চলতেপরিচালক, প্রযোজনা, চিত্রনাট্যকারহিন্দি[12]
২০০৮কিসমত কানেকশনপরিচালকহিন্দি[13]
২০০৯গুরু এন আলুচিত্রনাট্যকারহিন্দি[14]

তথ্যসূত্র

  1. "আজিজ মির্জা"। veethi.com। জুলাই ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  2. "আজিজ মির্জা"। bornrich.com। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  3. "আদমি অর ইনসান"আইএমডিবি। ১৯৬৯। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  4. "পিয়াসা দিল"আইএমডিবি। ১৯৭৪। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  5. "সন্ধ্যা"আইএমডিবি। ১৯৭৫। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  6. "আলবার্ট পিন্টু কো গোস্সা কিউ আতা হায়"আইএমডিবি। ১৯৮০। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  7. "নুকাড"আইএমডিবি। ১৯৮৬। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  8. "সার্কাস"আইএমডিবি। ১৯৮৯। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  9. "রাজু বান গেয়া জেন্টলম্যান"আইএমডিবি। ১৯৯২। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  10. "লাভ ইন ইন্ডিয়া"আইএমডিবি। ১৯৯৭। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  11. "ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি"আইএমডিবি। ২০০০। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  12. "চলতে চলতে"আইএমডিবি। ২০০৩। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  13. "কিসমত কানেকশন"আইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪
  14. "গুরু এন আলু"আইএমডিবি। ২০০৮। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.