আজিজুর রহমান চৌধুরী

অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী (১৯৪৬ -৩০ মে ২০১১) বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণকারী একজন রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তিনি দু’বার বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে বিজয়ী হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ ছিলেন।[1][2]

অধ্যক্ষ মাওলানা

আজিজুর রহমান চৌধুরী
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য
পূর্বসূরীআব্দুস সাত্তার চৌধুরী
উত্তরসূরীমোঃ আতিউর রহমান
কাজের মেয়াদ
১ আক্টোবর ২০০১  ২৭ আক্টোবর ২০০৬
পূর্বসূরীমোঃ মোস্তাফিজুর রহমান ফিজু
উত্তরসূরীআজিজুল হক চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৬
বিরামপুর, দিনাজপুর মহকুমা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৩০ মে ২০১১
বিরামপুর, দিনাজপুর জেলা
রাজনৈতিক দলজামায়াতে ইসলামী বাংলাদেশ
জীবিকারাজনীতিবিদ

প্রাথমিক জীবন

আজিজুর রহমান চৌধুরী ১৯৪৬ সালে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার প্রফেসরপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ ছিলেন।

রাজনৈতিক জীবন

আজিজুর রহমান চৌধুরী ১৯৯১ সালে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাটহাকিমপুর উপজেলা) আসন থেকে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[1] ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজুর নিকট পরাজিত হন। ২০০১ সালে তিনি চার দলীয় জোটের প্রার্থী হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[3]

অসুস্থতা ও মৃত্যু

অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী ক্যান্সার, জন্ডিস ও পিত্তথলীতে সমস্যাসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অসুস্থ অবস্থায় বিরামপুরের নিজ বাসভবনে ২০১১ সালের ৩০ মে মৃত্যুবরণ করেন। তার কর্মস্থল বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসা প্রাঙ্গণে জানাযা শেষে বিরামপুর শহরের নিকটবর্তী বিজুল গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।[4]

তথ্যসূত্র

  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  3. "২০০১ সালে জামায়াতের নির্বাচিত এমপি ছিলেন যারা"বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮
  4. "সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরীর ইন্তিকাল"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.