আজমীর জেলা

আজমির জেলা হল পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের একটি প্রশাসনিক জেলা। আজমির হল এ জেলার সদরদপ্তর ও সবচেয়ে জনবহুল স্থান।

আজমির জেলা
अजमेर जिला
রাজস্থানের জেলা
রাজস্থানে আজমির জেলার অবস্থান
রাজস্থানে আজমির জেলার অবস্থান
স্থানাঙ্ক (আজমির): ২৬°২৭′ উত্তর ৭৪°৩৮′ পূর্ব
দেশভারত
রাজ্যরাজস্থান
বিভাগআজমির
সদর দপ্তরআজমির
তেহসিল১.কিষাণগড়, ২. আজমির, ৩. সারওয়ার, ৪. কেক্রি, ৫.Peesangan, ৬.Nasirabad, ৭. মাসুদা, ৮.Beawar, ৯. ভিনোই
সরকার
  District collectorMs. Arti Dogra[1]
  লোকসভা কেন্দ্র1. Ajmer (shared with Jaipur district), 2. Rajsamand (shared with Nagaur, Pali and Rajsamand districts)
  Vidhan Sabha constituencies1. ডুডু, 2. আজমির উত্তর, 3. আজমির দক্ষিণ, 4. Pushkar, 5. Kisahngarh, 6. Nasirabad, 7. Masuda, 8. কেকরী
আয়তন
  মোট৮,৪৮১ বর্গকিমি (৩,২৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৮৩,০৫২
  জনঘনত্ব৩০০/বর্গকিমি (৭৯০/বর্গমাইল)
  পৌর এলাকা৪০.১%
Demographics
  স্বাক্ষরতা৬৯.৩%
  লিঙ্গানুপাত৯৫১ মহিলা/ ১০০০ পুরুষ
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনRJ-০১
মহা সড়কNH 48, NH 58, NH 448
Average annual precipitation৪৮১.৩[2] mm
ওয়েবসাইটajmer.rajasthan.gov.in

আজমির জেলার মোট আয়তন হল ৮,৪৮১ বর্গকিলোমিটার এবং এর মোট জনসংখ্যা হল ২,১৮০,৫২৬ জন (২০০১ সালের জনগণনা অনুসারে)।

ভূগোল

আজমির জেলা রাজস্থান রাজ্যের মাঝামাঝিতে অবস্থিত। এ জেলা উত্তরে নাগৌর জেলা, পূর্বে জয়পুর ও টোন্ক জেলা, দক্ষিণে বিলওয়ারা জেলা এবং পশ্চিমে পালি জেলার সাথে সীমানা ভাগ করেছে।

জনসংখ্যা

আজমির জেলায় ধর্ম
ধর্ম শতকরা
হিন্দু
 
৮৫.২৩%
মুসলমান
 
১২.১৬%

২০১১ সালের ভারতীয় জনগননার হিসাব মতে আজমির জেলার মোট জনসংখ্যা ছিল ২,৫৮১,৯৩৩ জন, যা আজমির জেলাকে ভারতের ১৬১তম (ভারতের ৬৪০টি জেলার মধ্যে) জনবহুল জেলায় পরিণত করেছে। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে ৩০৫জন বসবাস করে (প্রতি মাইলে ৭৯০ জন)। ২০০১-২০১১ এর দশকে আজমিরের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৮.৪৮%। জেলার নারী পুরুষ অনুপাত হল ৯৫০ নারীর বিপরীতে ১০০০ জন পুরুষ এবং শিক্ষার হার ৭০.৪৬%।[3]

আজমির জেলায় তিনটি (হিন্দু ১,৮৬৭,০৪৪ জন, মুসলমান ২৪৪,৩৪১ জন, জেইন ৪৭,৮১২ জন) ধর্মের লোক বেশি বাস করে।

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.ব.প্র. ±%
1901৫,২৭,০৩৬    
1911৫,৪৩,৮০২+০.৩১%
1921৫,২৩,৫৮৫−০.৩৮%
1931৫,৯২,৪৬৪+১.২৪%
1941৬,৮০,৯৫৭+১.৪%
1951৮,১৮,৭৬৭+১.৮৬%
1961৯,৭৫,১০৬+১.৭৬%
1971১১,৪৫,৯৯৫+১.৬৩%
1981১৪,৩৮,০৬৮+২.৩%
1991১৭,২৬,৫৩১+১.৮৪%
2001২১,৭৮,৪৪৭+২.৩৫%
2011২৫,৮৩,০৫২+১.৭২%
source:[4]

প্রশাসন

আজমির জেলা চারটি উপজেলায় বিভক্ত (আজমির, বেওয়ার, কেকরি, কিষানগড়)। এ উপজেলাসমুহ আবার নয়টি তহশিলে বিভক্ত যথা- আজমির, বেওয়ার, ভিনাই, সারওয়ার, পিসানগান, টেনটোটি, নাসিরাবাদ, মাসুদা, কেকরি, কিষানগড়।

তথ্যসূত্র

  1. "District Administration | Ajmer, Rajasthan Official Website"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮
  2. "Monsoon Report 2016" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮
  3. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০
  4. Decadal Variation In Population Since 1901
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.