আজমান আমিরাত
আজমান আমিরাত (আরবি: إمارة عجمان; উচ্চারণ [ʔɪmaːra(t) ʕaʤmaːn]) হলো সংযুক্ত আরব আমিরাত গঠনকারী সাতটি আমিরাতের একটি। এর আয়তন ২৬০ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল), যা আয়তনের দিক থেকে এটিকে এই অঞ্চলের আমিরাতগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকায়ে পরিণত করেছে;[1] বিপরীতে, এটি প্রায় ৫০০,০০০ জনসংখ্যা অধ্যুষিত হওয়ায় তা দেশটিকে চতুর্থ সর্বাধিক জনবহুল আমিরাতে পরিণত করেছে। এই আমিরাতটির নামকরণ করা হয়েছে আজমান শহরের নামানুসারে, যেখানে এই আমিরাতের সরকারের অবস্থান।
অবস্থান ও আয়তন
আজমান আমিরাতের আয়তন ২৬০ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল)।[2] আয়তনের দিক থেকে এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ছোট আমিরাত। আজমানের মূল ভূখণ্ডটি সংযুক্ত আরব আমিরাতের উত্তরাংশের শারজাহ ও উম্ম আল কোয়াইনের মধ্যে অবস্থিত।[3] মূল ভূখণ্ড হতে ৬০০ কিলোমিটার দূরের দুটি শহর - মাসফোট এবং মানামা'ও এই আমিরাতের অংশ।[2]
শিক্ষা
আজমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজমানের প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, ডেন্টিস্ট্রি, গণযোগাযোগ, ফার্মাসি এবং স্বাস্থ্য বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, পানি ও জ্বালানি, শিক্ষা এবং আইন বিষয়ে বিশেষায়িত শিক্ষা প্রদান করা হয়।[4]
২০০৮ সালের জুলাই হতে গালফ মেডিকেল কলেজটি গালফ মেডিকেল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে যা সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।[5]
তথ্যসূত্র
- "48 interesting facts for the UAE's 48th National Day"। gulfnews.com (ইংরেজি ভাষায়)। Al Nisr Publishing। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- "About Ajman"। Ajman Government Portal, Department of Digital Ajman.। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- "Emirates of Ajman"। Ajman Government Portal, Department of Digital Ajman.। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- "Ajman University Campus"। Ajman University of Science & Technology। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- "Medical university hails decade of success"। Gulfnews.com। ৬ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
- গলফ মেডিক্যাল ইউনিভার্সিটি – সরকারি ওয়েবসাইট।
- আজমান সরকার – সরকারি ওয়েবসাইট।
- আজমান পর্যটন বিভাগ – সরকারি ওয়েবসাইট।
টেমপ্লেট:আজমান