আখেনাতেন

আখেনাতেন (/ˌækəˈnɑːtən/;[1] ইখনাতন, ইখনাটন, আখেনাটেন বা আখেনেতন নামেও পরিচিত; অর্থ "আতেন এর উপাসক") অষ্টাদশ রাজবংশের একজন প্রাচীন মিশরীয় ফারাও ছিলেন। তার শাসনকাল ছিল ১৭ বছর এবং তিনি আনুমানিক ১৩৩৪ বা ১৩৩৬ খ্রিষ্টপূর্বে মারা যান। তিনি ঐতিহ্যগত মিশরীয় বহুঈশ্বরবাদ ত্যাগ করা এবং একেশ্বরবাদের প্রবর্তন করার জন্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। তার একেশ্বরবাদের উপাসনার দেবতা ছিলেন আতেনপ্রাচীন মিশরের গোড়ার দিকের একটি শিলালিপিতে আতেনকে তুলনা করা হয়েছে যেমন তারার তুলনায় সুর্য। পরবর্তীতে আতেনকে শুধুমাত্র দেবতা না বলে, সাধারণ দেবতাদের চেয়ে উচ্চ অবস্থানে সৌর দেবতা বলা হতো।

তথ্যসূত্র

  1. "Akhenaten"। dictionary.com। ১৪ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০২
  2. "Akhenaton"Encyclopaedia Britannica
  3. Beckerath (1997) p.190
  4. Clayton (2006), p.120
  5. Dodson, Aidan, Amarna Sunset: Nefertiti, Tutankhamun, Ay, Horemheb, and the Egyptian Counter-Reformation. The American University in Cairo Press. 2009, আইএসবিএন ৯৭৮-৯৭৭-৪১৬-৩০৪-৩, p 170
  6. "News from the Valley of the Kings: DNA Shows that KV55 Mummy Probably Not Akhenaten"। Kv64.info। ২০১০-০৩-০২। ২০১০-০৩-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.