আখতার হামিদ খান

আখতার হামিদ খান (উর্দু: اختر حمید خان; ১৫ জুলাই ১৯১৪ - ৯ অক্টোবর ১৯৯৯) একজন পাকিস্তানি সমাজ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মী ছিলেন। তিনি বাংলাদেশ,পাকিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশে অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন কাজ করেছেন। তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নের জন্য একটি ব্যাপক প্রকল্প, কুমিল্লা মডেল (১৯৫৯) প্রতিষ্ঠা। এই পরিকল্পনার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক 'ডক্টরাল' ডিগ্রী প্রদান করে। রেল্ফ শুমেখার তার বইয়ে লিখেছেন: "তার স্কেন্ডিনেভিয়ান সহকর্মীরা এবং অন্যান্য উপদেষ্টারা তাকে নোবেল শান্তি পুরস্কারর জন্য মনোনীত করেছিলেন।"[1]

ড. আখতার হামিদ খান
জন্ম
আখতার হামিদ খান

(১৯১৪-০৭-১৫)১৫ জুলাই ১৯১৪
মৃত্যু৯ অক্টোবর ১৯৯৯(1999-10-09) (বয়স ৮৫)
জাতীয়তাপাকিস্তানি
মাতৃশিক্ষায়তনম্যাগডালেন কলেজ, কেমব্রিজ
পরিচিতির কারণক্ষুদ্রঋণ, ক্ষুদ্রঋণ, কুমিল্লা মডেল, ওরাঙ্গি পাইলট প্রকল্প
পুরস্কাররামোন ম্যাগসেসে পুরস্কার, নিশান-এ-ইমতিয়াজ, সিতারা-এ-পাকিস্তান, জিন্নাহ পদক
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপল্লী উন্নয়ন, ক্ষুদ্রঋণ
প্রতিষ্ঠানসমূহবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী
ন্যাশনাল সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট, পাকিস্তান
মিশিগান স্টেট ইউনিভার্সিটি
যাদেরকে প্রভাবিত করেছেনশোয়েব সুলতান খান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Yousaf Nasim, Dr. Akhtar Hameed Khan — An Inspirational Social Scientist,http://akhtar-hameed-khan.8m.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১৭ তারিখে

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.