আক্কেলপুর রেলওয়ে স্টেশন
আক্কেলপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জেলার একটি রেলওয়ে স্টেশন।[1]
আক্কেলপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন |
প্ল্যাটফর্ম | ? |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ? |
অবস্থান | |
পরিষেবা
আক্কেলপুর রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
ট্রেনের সময়সূচী
জয়পুরহাট আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচী প্রকাশ করেছে আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার।[2] নিম্নে রেলওয়ে সময় সূচী প্রকাশ করা হল:
ডাউন ট্রেনসমূহ : ঢাকা অভিমুখী :
- ৭০৬ একতা এক্সপ্রেস - রাত ০১.৪৫
- ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস - দুপুর ১২.৪৭
- ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস - রাত ১১.০১
রাজশাহী অভিমুখী :
- ৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস - সকাল ০৯.১৭
- ৭৩৪ তিতুমীর এক্সপ্রেস - বিকাল ০৫.৪৩
- ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস - দুপুর ১ .৪০
- ৩২ উত্তরা মেইল - ভোর ০৫.২৯
খুলনা অভিমুখী
- ৭২৮ রূপসা এক্সপ্রেস - সকাল ১১.৪৫
- ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস - রাত ০৯.৫৫
- ২৪ রকেট মেইল - সকাল ১১ টা
আপ ট্রেনসমূহ : পঞ্চগড় (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন) অভিমুখী
- ৭০৫ একতা এক্সপ্রেস - বিকাল ০৪.২৭
- ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস - রাত ০১.৪২
- ৮০৩ বাংলাবান্ধা এক্সপ্রেস - রাত ১২.২৭
চিলাহাটি অভিমুখী :
- ৭২৭ রূপসা এক্সপ্রেস - দুপুর ০১.৩৭
- ৭৩১ বরেন্দ্র এক্সপ্রেস - সন্ধ্যা ০৫.৪৬
- ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস - সকাল ০৯.২০
- ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস - রাত ০৩.১৭
- ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস - দুপুর ১২.৫০
পার্বতীপুর অভিমুখী :
- ২৩ রকেট মেইল - সন্ধ্যা ৭.৫০
- ৩১ উত্তরা মেইল - সন্ধ্যা ০৬.০০
সাপ্তাহিক বন্ধের দিনসমূহ :
- ৭২৭/৭২৮ রূপসা এক্সপ্রেস - বৃহস্পতিবার
- ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস - রবিবার
- ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস - বুধবার
- ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস - মঙ্গলবার [সোমবার রাতে খুলনা হতে ছাড়বে না। ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস খুলনা ছেড়ে আক্কেলপুর পৌঁছাতে রাত ১২টা পার হয়ে যায়, অর্থাৎ মঙ্গলবার ভোররাতে আক্কেলপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছাড়বে না]
- ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস - সোমবার
- ৭৬৫/৭৬৬ নীলসাগর এক্সপ্রেস - রবিবার
তথ্যসূত্র
- "আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- Joypurhat, জাগ্রত জয়পুরহাট :: Jagroto। "আক্কেলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচী প্রকাশ"। Jagroto Joypurhat (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.