আকৃতি কক্কর
আকৃতি কক্কর একজন ভারতীয় সঙ্গীতশিল্পী।[1]
আকৃতি কক্কর | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | নতুন দিল্লি, ভারত | ৭ আগস্ট ১৯৮৬
ধরন | নেপথ্য সঙ্গীতশিল্পী |
পেশা | গায়িকা, সুরকার |
বাদ্যযন্ত্র | গায়িকা |
কার্যকাল | ২০০০-বর্তমান |
আত্মীয় |
|
ওয়েবসাইট | www.akritikakar.com |
প্লেব্যাক করা গান
গান | সাল | চলচ্চিত্রের নাম | সঙ্গীত |
---|---|---|---|
চাহাম সে ও আ যায় | ২০০৪ | দুস | বিশাল-শেখর |
ওয়ান নাইট স্ট্যান্ড | ২০০৬ | রকি | হিমেশ রেশমিয়া |
দিল বিচ লাগে ওয়ে | ২০০৬ | চুপ চুপকে | হিমেশ রেশমিয়া |
শাকালাকা বুমবুম | ২০০৭ | শাকালাকা বুমবুম | হিমেশ রেশমিয়া |
দিল লে জায়েঙ্গে | ২০০৭ | শাকালাকা বুমবুম | হিমেশ রেশমিয়া |
লনলিনেস ইস কিলিং এভরিওয়ান | ২০০৭ | রেড (দ্য ডার্ক সাইড) | হিমেশ রেশমিয়া |
আনান ফানান | ২০০৭ | নমস্তে লন্ডন | হিমেশ রেশমিয়া |
ইউ গুড ইউ গুড গুড বয় | ২০০৭ | গুড বয় ব্যাড বয় | হিমেশ রেশমিয়া |
দেখু তুঝে তো পেয়ার আয়ে | ২০০৭ | আপনে | হিমেশ রেশমিয়া |
জনি গাদ্দার | ২০০৭ | জনি গাদ্দার | শঙ্কর-এহসান-লয় |
হাত্সা | ২০০৭ | ঢোল | প্রীতম চক্রবর্তী |
আওয়াজ দো | ২০০৭ | মাম্মি জি | আদেশ শ্রীবাস্তব |
ইনশাল্লাহ্ | ২০০৮ | ওয়েলকাম | হিমেশ রেশমিয়া |
মুভ ইওর বডি-ফ্রিকি ফ্রিকি রাত | ২০০৮ | কিসমত কানেকশান | প্রীতম চক্রবর্তী |
মেরি এক আদা সোলা | ২০০৮ | কিডন্যাপ | প্রীতম চক্রবর্তী |
ভাই আ গায়ে | ২০০৮ | হুরি পুটার | গুরু শর্মা |
থা কার কে | ২০০৮ | গোলমাল রিটার্নস | প্রীতম চক্রবর্তী |
মারজানি | বিল্লু বারবার | প্রীতম চক্রবর্তী | |
খুদা ইয়ে খায়ের | আ দেখে জারা | প্রীতম চক্রবর্তী | |
মহব্বত আপ সে | আ দেখে জারা | প্রীতম চক্রবর্তী | |
জেল হাউজ রক | উই আর ফ্যামিলি | শঙ্কর-এহসান-লয় | |
তিখি তিখি | মির্চ | মন্টি শর্মা | |
আই লাভ আম্রিকা | তেরে বিন লাদেন | শঙ্কর-এহসান-লয় | |
পুলিশ চোরের প্রেমে পড়েছে | ২০১২ | চ্যালেঞ্জ ২ | জিৎ গাঙ্গুলী |
মন | মন | আরেফিন রুমি | |
তুই আমার হিরো | ২০১৩ | রংবাজ | জিৎ গাঙ্গুলী |
টেলিভিশনে কাজ
তিনি জি বাংলার জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সা রে গা মা পা-এর বিচারক ছিলেন।[2]
তথ্যসূত্র
- "Interview: Akriti Kakkar"। Bollyvista। ২ অক্টোবর ২০০৭। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.