আকিরা সুজুকি
আকিরা সুজুকি (鈴木 章 Suzuki Akira, জন্ম সেপ্টেম্বর ১২, ১৯৩০) একজন জাপানি রসায়নবিদ। ১৯৭৯ সালে সুজুকি বিক্রিয়া উদ্ভাবনের জন্য তিনি সর্বাধিক পরিচিত। এই বিক্রিয়ায় প্যালাডিয়ামের উপস্থিতিতে অ্যা্রাইল বা ভিনাইল বোরোনিক অম্লের সাথে অ্যারাইল বা ভিনাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে।[1][2][3][4] ২০১০ সালে আকিরা সুজুকি, রিচার্ড এফ. হেক ও এই-ইচি নেগিশির সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন।
আকিরা সুজুকি | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ![]() |
মাতৃশিক্ষায়তন | হোক্কাইডো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | সুজুকি বিক্রিয়া |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০১০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | হোক্কাইডো বিশ্ববিদ্যালয় |
![](../I/Nobel_Laureates_for_Chemistry_2010.jpg.webp)
বাম দিক থেকে: সুজুকি, নেগিশি এবং হেক (২০১০)
তথ্যসূত্র
- Miyaura, N. et al. Tetrahedron Lett. 1979, 3437.
- Miyaura, N.; Suzuki, A. Chem. Commun. 1979, 866.
- Suzuki, A. Pure Appl. Chem. 1991, 63, 419-422. (Review)
- Suzuki, A. J. Organometallic Chem. 1999, 576, 147–168. (Review)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.