আকাশবাণী
অল ইন্ডিয়া রেডিও ১৯২৭ সালে বেসরকারী রেডিও ক্লাবের উদ্যোগে সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু করে। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু হয়। [2]
ধরন | সরকারি সংস্থা |
---|---|
দেশ | ভারত |
প্রাপ্যতা | জাতীয় |
নীতিবাক্য | বহুজনহিতায় বহুজনসুখায়[1] |
প্রধান কার্যালয় | নতুন দিল্লি, ভারত, |
মালিকানা | প্রসার ভারতী |
আরম্ভের তারিখ | ১৯২৭ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.allindiaradio.org, www.newsonair.nic.in |
ভারতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৯২৭ সালে মুম্বাই(বোম্বে) এবং কলকাতায়(ক্যালকাটা) দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে। এটি ১৯৩০ সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা (ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) নামে পরিচিত হয়। পরবর্তীতে ১৯৫৭ সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়।
১৯৪৭ যখন ভারত স্বাধীনতা লাভ করলো তখন অল ইন্ডিয়া রেডিও’র ১৮টি ট্রান্সমিটার সহ ৬টি সম্প্রচার কেন্দ্র ছিল। বেতার সম্প্রচারের ব্যাপ্তি ছিল ভৌগোলিক পরিসীমার ২.৫% এবং জনসংখ্যার ১১%। ভারতের স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও’র দ্রুত বিকাশ ঘটে।
বর্তমানে অল ইন্ডিয়া রেডিও’র ১৪৪টা মিডিয়াম ট্রান্সমিশন (মিডিয়াম ওয়েভ), ৫৪টি হাই ফ্রিকোয়েন্সী (শর্ট ওয়েভ) এবং ১৩৯টি এফ এম ট্রান্সমিশন সহ ২১৫টি সম্প্রচার কেন্দ্র সমন্বয়ে সম্প্রচার নেটওর্য়াক চালু আছে। অল ইন্ডিয়া রেডিও ভৌগোলিক পরিব্যাপ্তির ১৯.৪২% এবং ৯৯.১৩% জনসংখ্যাকে এই সম্প্রচার সেবা দিয়ে যাচ্ছে । অভ্যন্তরীণ জনসংখ্যার জন্য অল ইন্ডিয়া রেডিও ২৪টি ভাষা এবং ১৪৬টি উপভাষায় এবং আন্তর্জাতিক শ্রোতাদের জন্য ১৭টি ভারতীয় ও ১০টি বিদেশী ভাষা সমন্বয়ে সর্বমোট ২৭টি ভাষায় বেতার সম্প্রচার করছে। [3]
তথ্যসূত্র
- Mission
- "Milestones of AIR (official website)"। All India Radio। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩।
- "AIR Home"। prasarbharati.gov.in। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
বহিঃসংযোগ
- অল ইন্ডিয়া রেডিও ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুলাই ২০০৫ তারিখে
- India Radio ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০০৭ তারিখে