আওয়ারা (২০১২-এর চলচ্চিত্র)

আওয়ারা ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র ৷ এটি রবি তেজাতৃষা কৃষ্ণান অভিনীত এবং ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র "কৃষ্ণা[1] চলচ্চিত্রের পুনঃনির্মাণ ৷ রবি কিনাগী ও সহকারী পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন জিৎ এবং সায়ন্তিকা ৷ এই ছায়াছবিয় "মদন" চরিত্রে খরাজ মুখার্জীর অভিনয় দর্শকদের মুগ্ধ করে ৷ এই চলচ্চিত্র সর্বোচ্চ আয়ের বাংলা চলচ্চিত্রের তালিকাতে স্থান পেয়েছে৷

আওয়ারা
ডিভিডি কভার
পরিচালকরবি কিনাগী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
চিত্রনাট্যকারএন.কে.সলিল
শ্রেষ্ঠাংশেজিৎ
সায়ন্তিকা
মুকুল দেব
আশিষ বিদ্যার্থী
সুরকারজিৎ গাঙ্গুলী দেব সেন
চিত্রগ্রাহকমোহন বর্মা
সম্পাদকমোহাম্মদ কালাম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি১৩ জুলাই ২০১২
দৈর্ঘ্য১৬০ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩ কোটি

অভিনয়ে

অভিনেতা-অভিনেত্রীর নামচরিত্র/ভূমিকা
জিৎ সূর্য নারায়ণ/সূর্য
সায়ন্তিকা পৌলমী
মুকুল দেব টনি ভরদ্বাজ
আশিষ বিদ্যার্থী ইন্দ্রজিৎ
খরাজ মুখার্জী মদন মোহন
কমলিকা ব্যানার্জী মদন মোহনের স্ত্রী
সুপ্রিয় দত্ত টনির মামা
বিশ্বজিৎ চক্রবর্তী উপেন্দ্র নারায়ণ; সূর্য'র দাদা(বড় ভাই)
তুলিকা বসু সূর্য'র বৌদি (উপেন্দ্র'র স্ত্রী)
বিশ্বনাথ বসু সূর্য'র বন্ধু
তমাল রায় চৌধুরী সনাতন পাঁজা
শুভাশিষ মুখার্জী ভাড়ায় ঘর দেওয়া ব্যক্তিটি
রিন্টু দে বুবাই; উপেন্দ্র'র ছেলে এবং সূর্য'র ভাইপো

সংগীত

সবগুলি গানের সুরকার জিৎ গাঙ্গুলী, দেব সেন

নং.শিরোনামসুরকারগায়ক-গায়িকাদৈর্ঘ্য
১."পড়লে মনে"জিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী 
২."মনের রেডিও"জিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী, শিল্পা রাও 
৩."ফুল কলি"দেব সেনপ্রসেনজিৎ মল্লিক, দেব সেন 
৪."আওয়ারা - শিরোনাম সংগীত"দেব সেনপ্রসেনজিৎ মল্লিক, মেঘা ভরদ্বাজ 

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.