ইন্দ্র কুমার গুজরাল

ইন্দর কুমার গুজরাল, (৪ ডিসেম্বর ১৯১৯ - ৩০ নভেম্বর ২০১২), যিনি আই. কে. গুজরাল নামে সমধিক পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস থেকে ১৯৯৮ খ্রিষ্টাব্দের মার্চ মাস পর্যন্ত ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি "গুজরাল তত্ত্ব" আখ্যায়িত পাঁচ দফা নীতিমালার জন্য প্রসিদ্ধ ছিলেন যার উদ্দীষ্ট ছিল প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক গঠন ও বজায় রাখা। ১৯৯৬-৯৭ খ্রীস্টাব্দ মেয়াদে ভারতের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়ত্বপালন কালে তিনি এই তত্ত্ব প্রচার করেন। তিনি একই সঙ্গে ধীশক্তি ও মানবতাবোধের জন্য রাজনৈতিক মহলে প্রিয়ভাজন হয়েছিলেন।

ইন্দর কুমার গুজরাল
১২তম ভারতের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২১ এপ্রিল ১৯৯৭  ১৯ মার্চ‌ ১৯৯৮
রাষ্ট্রপতিশঙ্কর দয়াল শর্মা
আর. কে. নারায়নান
পূর্বসূরীএইচ ডি দেবগৌড়া
উত্তরসূরীঅটল বিহারী বাজপেয়ী
অর্থ মন্ত্রী
কাজের মেয়াদ
২১ এপ্রিল ১৯৯৭  ১৯ মার্চ‌ ১৯৯৮
পূর্বসূরীপি চিদাম্বরম
উত্তরসূরীযশবন্ত সিনহা
পররাষ্ট্র মন্ত্রী
কাজের মেয়াদ
১ জুন ১৯৯৬  ১৯ মার্চ‌ ১৯৯৮
প্রধানমন্ত্রীএইচ.ডি. দেবগৌড়া
পূর্বসূরীসিকান্দার বখত
উত্তরসূরীঅটল বিহারী বাজপেয়ী
কাজের মেয়াদ
৫ ডিসেম্বর ১৯৮৯  ১০ নভেম্বর ১৯৯০
প্রধানমন্ত্রীবিশ্বনাথ প্রতাপ সিং
পূর্বসূরীবিশ্বনাথ প্রতাপ সিং
উত্তরসূরীবিদ্যা চরণ শুক্লা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৯-১২-০৪)৪ ডিসেম্বর ১৯১৯
ঝিলাম, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
মৃত্যু৩০ নভেম্বর ২০১২(2012-11-30) (বয়স ৯২)[1]
গুরগাঁও, হরিয়ানা
রাজনৈতিক দলজনতা দল (১৯৮৮–১৯৯৮)
নির্দ‌ল(১৯৯৮ পরে)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৮৮ আগে )
দাম্পত্য সঙ্গীশিলা গুজরাল
প্রাক্তন শিক্ষার্থীডি এ ভি কলেজ,
হেইলি কলেজ অফ কমার্স
ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ বিশ্ববিদ্যালয়

মৃত্যু

২০১২ খ্রীস্টাব্দের ৩০ নভেম্বর তারিখে তার মৃত্যু হয়। ২রা ডিসেম্বর ২০১২ তারিখে দিল্লীতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পাদিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বৎসর।[2]

বিদেশী সম্মাননা

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা জন্য বাংলাদেশের পক্ষ থেকে ২০১২ সালে 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা' প্রদান করা হয়।[3]

তথ্যসূত্র

  1. "Firstpost Politics India's diplomatic politician and former PM IK Gujral passes away"First Post (India)
  2. রাষ্ট্রীয় মর্যাদায় আই. কে. গুজরাললের শেষকৃত্য সম্পন্ন
  3. সম্মান আরো ৬১ বিদেশি বন্ধুকে, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২০ অক্টোবর ২০১২
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
বিশ্বনাথ প্রতাপ সিং
পররাষ্ট্র মন্ত্রী
১৯৮৯–১৯৯০
উত্তরসূরী
বিদ্যা চরণ শুক্লা
পূর্বসূরী
সিকান্দার বখত
পররাষ্ট্র মন্ত্রী
১৯৯৬–১৯৯৮
উত্তরসূরী
অটল বিহারী বাজপেয়ী
পূর্বসূরী
হারাদানহল্লী দোদ্দেগৌড়া দেবগৌড়া
ভারতের প্রধানমন্ত্রী
১৯৯৭–১৯৯৮
পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন
১৯৯৭–১৯৯৮
পূর্বসূরী
পি. চিদাম্বরাম
অর্থমন্ত্রী
১৯৯৭-১৯৯৮
উত্তরসূরী
যশবন্ত সিনহা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.