আইহাই ইউনিয়ন
আইহাই ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
আইহাই | |
---|---|
ইউনিয়ন | |
আইহাই ইউনিয়ন পরিষদ | |
আইহাই আইহাই | |
স্থানাঙ্ক: ২৫°১০′১৯″ উত্তর ৮৮°২৯′৩৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | সাপাহার উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৫৮ |
আয়তন | |
• মোট | ২৫.৯৯ বর্গকিমি (১০.০৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৬৭০ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।আইহাই ইউনিয়নের উত্তরে ভারত ,পশ্চিমে ও দক্ষিণে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন ও পূর্বে শিরন্টি ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
আইহাই ইউনিয়ন ৯টি ওয়ার্ড, ২১টি মৌজা ও ১৯টি গ্রামের সমন্বয়ে গঠিত ।
ওয়ার্ড সমূহঃ-
১. গ্রামঃ- আইহাই।
২. গ্রামঃ- রসুলপুর,শুকরইল।
৩. গ্রামঃ-মধইল,বামনপাড়া।
৪. গ্রামঃ- আশড়ন্দ,ছাতাহার।
৫. গ্রামঃ- ভাবুক,সরলী।
৬. গ্রামঃ- মির্জাপুর,কল্যানপুর।
৭. গ্রামঃ- মুংরইল,পাহাড়ী পুকুর।
৮. গ্রামঃ- গৌরীপুর,সুন্দরইল।
৯. গ্রামঃ- মালিপুর,কুচিন্দরী।
আয়তন ও জনসংখ্যা
আইহাই ইউনিয়নের আয়তন ২৫.৯৯ বর্গ কি.মি.। বাংলাদেশ সরকারের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়ের মোট জনসংখ্যা ২১৬৭০ জন । এর মধ্যে পুরুষ ১০২২৩ জন ও নারী ১১৪৪৭ জন।
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার : ৪৭% [ আদমশুমারী ২০১১]
শিক্ষা প্রতিষ্ঠান :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমূহঃ
- মুংরইল এমপি ফাজিল মাদ্রাসা।
- আইহাই উচ্চ বিদ্যালয়।
- মধইল বালিকা উচ্চ বিদ্যালয়।
- আশড়ন্দ উচ্চ বিদ্যালয়।
- রসুলপুর দাখিল মাদ্রাসা।
- ভাবুক হাঁসপুকুর দাখিল মাদ্রাসা।
- মির্জাপুর দাখিল মাদ্রাসা।
- পাহাড়ী পুকুর দাখিল মাদ্রাসা।
- মালিপুর দাখিল মাদ্রাসা।
- গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয় সমূহঃ
- আইহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- চকচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আশড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কুচিন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-মোঃ জিয়াউজ্জামান (টিটু)
ক্রমিক | নাম | মেয়াদ
হতে |
মেয়াদ
পর্যন্ত |
---|---|---|---|
০১ | মোঃদছিরুদ্দীন মহালত | পঞ্চায়েত হিসাবে | |
০২ | মোঃ নইমুদ্দিন সরকার | অনাস্থায় পর অপসারিত | |
০৩ | মোঃ আফসার আলী বিশ্বাস | অনাস্থার পর নির্বাচিত | |
০৪ | মোঃ শফিউদ্দীন আহম্মেদ | ০৭/০১/১৯৭২ | ১৮/০৭/১৯৭২ |
০৫ | নুর মোহাম্মদ | ১৮/০৭/১৯৭২ | ৩১/১২/১৯৭২ |
০৬ | মোঃ জাকেরার রহমান মাহালত | ৩১/১২/১৯৭২ | ২৭/০২/১৯৭৭ |
০৭ | মোঃ নইমুদ্দিন মাহালত | ২৭/০২/১৯৭৭ | ২৩/০৪/১৯৮৪ |
০৮ | মোঃ আফতাব উদ্দিন আহমেদ | ২৩/০৪/১৯৮৪ | ২৩/০৪/১৯৮৮ |
০৯ | মোঃ নইমুদ্দিন মাহালত | ২৩/০৪/১৯৮৮ | ২৩/০৪/১৯৯২ |
১০ | মোঃ রশিদুল হাসান | ২৩/০৪/১৯৯২ | ০২/১২/১৯৯৭ |
১১ | মোঃ হামিদুর রহমান | ০২/১২/১৯৯৭ | ১৬/০৮/২০০৩ |
১২ | মোঃ হামিদুর রহমান | ১৬/০৮/২০০৩ | ১৬/০৮/২০১১ |
১৩ | মোঃ হামিদুর রহমান | ১৬/০৮/২০১১ | ১৬/০৮/২০১৬ |
১৪ | মোঃ হামিদুর রহমান | ১৬/০৮/২০১৬ | ২৫/০২/২০২২ |
১৫ | মোঃ জিয়াউজ্জামান (টিটু) | ২০/০২/২০২২ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "আইহাই ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- "সাপাহার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।