আইসল্যান্ড জাতীয় ফুটবল দল

আইসল্যান্ড জাতীয় ফুটবল দল (আইসল্যান্ডীয়: Íslenska karlalandsliðið í knattspyrnu, ইংরেজি: Iceland national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আইসল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আইসল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৭ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৩০ সালের ২৯শে জুলাই তারিখে, আইসল্যান্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফ্যারো দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আইসল্যান্ড ফ্যারো দ্বীপপুঞ্জকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

আইসল্যান্ড
ডাকনামস্ট্রালকারনির অকার
(আমাদের ছেলে)
অ্যাসোসিয়েশনআইসল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচখালি
অধিনায়কআরন গুন্নারসন
সর্বাধিক ম্যাচরুনার ক্রিস্টিনসন (১০৪)
শীর্ষ গোলদাতাএইদুর গুদয়নসেন
খলবেইন সিখথরসন (২৬)
মাঠলেগারটালসভেটলুর
ফিফা কোডISL
ওয়েবসাইটwww.ksi.is/english/
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৩ ৩ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ১৮ (ফেব্রুয়ারি–মার্চ ২০১৮)
সর্বনিম্ন১৩১ (এপ্রিল–জুন ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৭৪ ১৬ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১৯ (অক্টোবর ২০১৭)
সর্বনিম্ন১২৮ (আগস্ট ১৯৭৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ফ্যারো দ্বীপপুঞ্জ ০–১ আইসল্যান্ড 
(ফ্যারো দ্বীপপুঞ্জ; ২৯ জুলাই ১৯৩০)[3]
বৃহত্তম জয়
 আইসল্যান্ড ৯–০ ফ্যারো দ্বীপপুঞ্জ 
(খেপলাভিক, আইসল্যান্ড; ১০ জুলাই ১৯৮৫)
বৃহত্তম পরাজয়
 ডেনমার্ক ১৪–২ আইসল্যান্ড 
(কোপেনহেগেন, ডেনমার্ক; ২৩ আগস্ট ১৯৬৭)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১৮-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৮)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০১৬)

৯,৮০০ ধারণক্ষমতাবিশিষ্ট লেগারটালসভেটলুরে স্ট্রালকারনির অকার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অবস্থিত। বর্তমানে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল-আরবির মধ্যমাঠের খেলোয়াড় আরন গুন্নারসন

আইসল্যান্ড এপর্যন্ত কেবলমাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে পৌঁছানো। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আইসল্যান্ড এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ফ্রান্সের কাছে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

রুনার ক্রিস্টিনসন, রাগনার সিগুর্দসন, বিরকির মার সাইভারসন, খলবেইন সিখথরসন এবং এইদুর গুদয়নসেনের মতো খেলোয়াড়গণ আইসল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আইসল্যান্ড তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১৮তম) অর্জন করে এবং ২০১২ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৩১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আইসল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৯তম (যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬১  পানামা১৩৮২.৭৯
৬২  উত্তর মেসিডোনিয়া১৩৮১.০৭
৬৩  আইসল্যান্ড১৩৮০.৮৫
৬৪  জ্যামাইকা১৩৭৮.৭৫
৬৫  স্লোভেনিয়া১৩৭৮.২৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৭২ ১৬  ঘানা১৫৪১
৭২  উজবেকিস্তান১৫৪১
৭৪ ১৬  আইসল্যান্ড১৫৪০
৭৫ ১০  জ্যামাইকা১৫৩৫
৭৬  মন্টিনিগ্রো১৫১৮

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৫৮উত্তীর্ণ হয়নি২৬
১৯৬২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৬৬
১৯৭০
১৯৭৪উত্তীর্ণ হয়নি২৯
১৯৭৮১২
১৯৮২১০২১
১৯৮৬১০
১৯৯০১১
১৯৯৪
১৯৯৮১০১১১৬
২০০২১০১৪২০
২০০৬১০১৪২৭
২০১০১৩
২০১৪১২১৭১৭
২০১৮গ্রুপ পর্ব২৮তম১০১৬
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব১/২১১০৬২৮১৯৫৯১১৬২১৫

অর্জন

শিরোপা

  • গ্রিনল্যান্ড কাপ
  • চ্যাম্পিয়ন (২): ১৯৮০, ১৯৮৪
  • চীন কাপ
  • রানার-আপ (১): ২০১৭

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. Courtney, Barrie (১৬ মে ২০০৮)। "Faroe Islands – List of International Matches"। RSSSF। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.