আইচগাতী ইউনিয়ন

আইচগাতী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1]

আইচগাতী ইউনিয়ন
ইউনিয়ন
আইচগাতী ইউনিয়ন
আইচগাতী ইউনিয়ন
বাংলাদেশে আইচগাতী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৯′৪৭.৩″ উত্তর ৮৯°৩৪′৮.০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলারূপসা উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

আইচগাতী ইউনিয়নের আয়তন ১২ বর্গ কিলোমিটার। ১০ টি গ্রাম এবং ০৯ টি মৌজা নিয়ে এই ইউনিয়ন গঠিত। ৬৪,৩৬৯জন জনসংখ্যার মধ্যে পুরুষ- ৩৩,১৩৭জন এবং মহিলা- ৩১,২৩২জন। সড়কের মধ্যে পাকা রাস্তা- ২৫কি.মি. ইটের সলিং- ১০কি. মি. এবং কাঁচা রাস্তা- ২.৮ কি.মি।

ক্রীড়া সংগঠন

১। আব্দুল্লাহপুর একাদশ ক্লাব
২। ওয়াহেদপুর নবরণী ক্লাব।[2]

শিক্ষাপ্রতিষ্ঠান

মহাবিদ্যালয়
  • সরকারী বঙ্গবন্ধু কলেজ
  • সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গালস্ কলেজ[3]
মাধ্যমিক বিদ্যালয়

নবীনগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা, বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা, সামছুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলন, ।কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস স্কুল।[4]

মাদ্রাসা

নবীনগর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, রূপসা, খুলনা,এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা, রূপসা, খুলনা,খানজাহান আলী মহিলা দাখিল মাদ্রাসাদেয়াড়া যুগিহাটী আমিনিয়া আলিম মাদ্রাসা, রূপসা, খুলনা।[5]

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন সমূহ - রূপসা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"
  2. "আইচগাতী ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  3. "কলেজ"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  4. "মাধ্যমিক বিদ্যালয়"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  5. "মাদ্রাসা"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.