আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ
আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ২০১১ সালে প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গের হলদিয়ায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ। এই কলেজটি ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) কোর্স এবং প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর এমডি কোর্স অফার করে। এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে অনুমোদিত এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত।[1][2] এটি ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন (আইসিএআরই) নামে একটি সমিতি দ্বারা প্রতিষ্ঠিত। এটি বিধানচন্দ্র রায় হাসপাতাল নামে একটি ৫০০-শয্যার মাল্টিস্পেশালিটি সুবিধার সঙ্গে সংযুক্ত রয়েছে।[3]
ধরন | বেসরকারি |
---|---|
স্থাপিত | ২০১১ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়; জাতীয় মেডিকেল কমিশন |
চেয়ারম্যান | লক্ষ্মণ চন্দ্র শেঠ |
অধ্যক্ষ | অধ্যাপক (ড.) অমিতা মজুমদার গিরি |
ডিন | অধ্যাপক (ড.) সুকান্ত সেন |
পরিচালক | সন্তোষ রমন |
শিক্ষার্থী | মোট:
|
ঠিকানা | বনবিষ্ণুপুর, বালুঘাটা , , , ৭২১৬৪৫ , ২২°৩′৫০.৮৯″ উত্তর ৮৮°২′৯.৪৪″ পূর্ব |
ওয়েবসাইট | icaremedicalcollege |
তথ্যসূত্র
- "List of Colleges, National Medical Commission"। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- "West Bengal gets five more medical colleges with 650 seats"। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- "View details of college - ICARE Institute of Medical Sciences & Research, Haldia, Purba Midanpore"। www.mciindia.org। MCI। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.