অ্যাস্‌কি শিল্প

অ্যাস্‌কি শিল্প বা ASCII Art হল একধরনের ডিজিটাল শিল্পমাধ্যম যাতে অ্যাস্‌কি কোডের ৯৫টি ছাপার যোগ্য বর্ণ ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করা হয়। এই ৯৫ টি ব্যবহারযোগ্য বর্ণের মধ্যে রয়েছে ইংরেজি ভাষার ২৬ টি বর্ণ, ছোট হাতের এবং বড় হাতের মিলিয়ে ৫২টি সেই সাথে ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোর ইংরেজি রূপ, যতি চিহ্ন সমূহ, গাণিতিক প্রতীক সমূহ এবং ফাঁকা স্থান (space)। সাধারণ টেক্সট এডিটর প্রোগ্রাম ব্যবহার করেই অ্যাস্‌কি শিল্প তৈরি করা সম্ভব। যেসব ফন্টের সকল অক্ষর সমান প্রশস্ত, টাইপ রাইটার দিয়ে লেখার মত ফলাফল পাওয়া যায়, তারাই অ্যাস্‌কি শিল্পের জন্য উপযুক্ত। অ্যাস্‌কি শিল্পের জন্য সর্বাধিক ব্যবহৃত ফন্ট হল courier ।

    ____   _____ ______________     ____    ____  ______
   / _  | / ___// ____/  _/  _/    / _  |  / __ \/_  __/
  / /_| | \__ \/ /    / / / /     / /_| | / /_/ / / /   
 / /__| | __/ / /___ / / / /     / /__| |/ / / / / /
/_/   |_/____/\____/___/___/    /_/   |_/_/ |_| /_/

"Oldskool" or "Amiga" style

                          o$ $o
.o$$$$o. .o$$$$o .s$$$$$o.' `".o$$$$$o..o$$$$$o.o$$$$$o.
  .o  `$.$$'   . o$   $"'.o $$   .o  `$. .o  `$$  $$
.o$$.o$$$`"$$$o. $$   .  $$ $$ .o$$.o$$$ $$"o$"   $$
  $$   $$    `$$ $$.  $o.$$ $$   $$   $$ $$  $$.  $$
  $'   $'.o$$$$' `$$$$$$o.' $$   $'   $' $$  $$$" `$
                      $'    $'               $"
"Newskool" style

         ▄             ▄█▄ █▄       ▄
     ▄█▀█▓ ▄▓▀▀█▀ ▀▀▀█▓▀▀ ▀▀    ▄█▀█▓▀▀▀▀▀▓▄▀██▀▀
    ██  ██ ▀██▄▄ ▄█  ▀ ░▒ ░▒   ██  ██ ▄█▄ █▀ ██
    █▓▄▀██  ▄ ▀█▌▓█    ▒▓ ▒▓   █▓▄▀██ ▓█ ▀▄  █▓
    █▒  █▓ ██▄▓▀ ▀█▄▄█▄▓█ ▓█   █▒  █▓ ▒█  ▓█▄ ▒
        ▀▒           ▀  ▀ █▀       ▀▒  ▀  █▀  ░
"Block" or "High ASCII" style

ইতিহাস

প্রাচীন কাল

অতি প্রাচীন কাল থেকেই মানুষ অক্ষর ব্যবহার করে চিত্র কর্ম তৈরির চেষ্টা করে আসছে। প্রাচীন মিশর ও রোমান সভ্যতায় এর নিদর্শন পাওয়া গেছে।.[1]

TTY এবং RTTY

আধুনিক অ্যাস্‌কি শিল্পের নিকট পূর্বসুরী হল TTY এবং RTTY । TTY বলতে বোঝায় TeleTYpe/TeleTYpewriter এবং RTTY হল Radioteletype । বিংশ শতাব্দীর বিশের দশকে TTY বা RTTY এর মাধ্যমে অক্ষর ব্যবহার করে আঁকা বা তৈরি করা ছবি আদান-প্রদান করা হত।

অ্যাস্‌কি শিল্প

অ্যাস্‌কি শিল্পের শুরু হয় ১৯৬৬ সালে Bell Labs এ কর্মরত কেনেথ নল্টনের হাতে ।.[2] পরবর্তীকালে সত্তর এবং আশির দশকে সীমিত ক্ষমতার কম্পিউটারে অঙ্কন করা ছবি দেখান সম্ভব ছিল না। সেই সময়ে অক্ষর দিয়ে তৈরি করা অ্যাস্‌কি শিল্পকর্ম ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। অ্যাস্‌কি শিল্প একসময় বুলেটিন বোর্ড সিস্টেম এবং সেসময়ের অনলাইন গ্রুপ গুলোতে জায়গা করে নেয়। শুধুমাত্র অ্যাস্‌কি শিল্পকেই ভিত্তি করে অ্যাস্‌কি কমিক নামে একধরনের ওয়েব কমিক সংস্কৃতিও শুরু হয় । অ্যাস্‌কি কমিক সাধারণ ওয়েব কমিকের মতই, পার্থক্য হল এখানে আঁকা ছবি গুলো হয় অ্যাস্‌কি শিল্পকর্ম আর সংলাপ গুলো সাধারণত লেখা হয় ছবির নিচে ।

নব্বইয়ের দশকে চিত্র-ভিত্তিক ইন্টারফেস বিশিষ্ট্ কম্পিউটার এবং অসম প্রশস্ততার ফন্টের প্রচলন ঘটলে অ্যাস্‌কি শিল্পের প্রয়োজনীয়তা কমতে থাকে। কিন্তু তারপরেও অ্যাস্‌কি শিল্প টিকে থাকে অনলাইন টেক্সট গেমিং, ইন্টারনেট রিলে চ্যাট, ই-মেইল, বুলেটিন বোর্ড প্রভৃতিতে ।

তথ্যসূত্র

  1. Christian Wirth aka RaD Man/ACiD (August 5th-8th, 2004), History of Text Art ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০১০ তারিখে (video), RoySAC.com, retrieved May 27, 2007
  2. Wayne E. Carlson , CGI Historical Timeline ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০০৭ তারিখে, accad.osu.edu, retrieved May 31, 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.