অ্যালেক্স স্টেপনি
আলেক্সান্ডার সাইরিল (অ্যালেক্স) স্টেপনি (জন্ম সেপ্টেম্বর ১৮, ১৯৪২ [1][2][3]) একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ছিলেন। ইংরেজ কোন ক্লাবের পক্ষে জেতা প্রথম ইউরোপীয়ান কাপ জয়ী দলের গোলরক্ষকও তিনি।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্সান্ডার সাইরিল স্টেপনি | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯৬৩–৬৬ ১৯৬৬ ১৯৬৬–৭৮ ১৯৭৯-১৯৮০ |
মিলওয়াল চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ডালাস টর্নেডো |
১৩৭ (০) ১ (০) ৪৩৩ (২) ? (?) | |
জাতীয় দল | |||
১৯৬৮ | ইংল্যান্ড | ১ (০) | |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
লন্ডনে প্রারম্ভিক জীবন
স্টেপনি ফুলহ্যাম দলে যোগ দেন কিন্তু এখানে তিনি সফল হননি। পরে তিনি মিলওয়াল ক্লাবে ১৯৬৩ সালে যোগ দেন। ১৯৬৬ সালে তিনি ৫০,০০০ পাউন্ডের বিনিময়ে চেলসি ক্লাবে যোগ দেন। ম্যানেজার টমি ডোচার্টি শুরুতে এক সপ্তাহ পরপর স্টেপনি ও আরেক সতীর্থ গোলরক্ষক পিটার বোনেতিকে খেলাতে চাইলেও তিনমাস পর স্টেপনিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৫৫,০০০ পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। চেলসিতে তিনি মাত্র এক ম্যাচ খেলেছিলেন। ম্যানচেস্টার সিটি ক্লাবের বিপক্ষে তার অভিষেক ঘটে যাতে ডেনিস লর গোল থেকে ইউনাইটেড ১-০ গোলে জেতে।
তথ্যসূত্র
- "Alex Stepney | Man Utd Legends Profile"। www.manutd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- "Alex Stepney - Player profile"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- "Alex Stepney - Manchester United Player Profile & Stats"। www.mufcinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.