অ্যাভাটার (২০০৯-এর চলচ্চিত্র)

অবতার (ইংরেজি: Avatar) ২০০৯ সালে মুক্তি পাওয়া একটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী। প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন ছবিটি রচনা ও পরিচালনা করেছেন। মূল চরিত্রগুলোয় অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার৷ পটভূমি হলো ২২ শতকের মাঝামাঝি; যখন মানুষ আলফা সেনটাউরি তারা মন্ডলে একটি গ্যাসীয় গ্রহে মানুষের বসবাস উপযোগী উর্বর উপগ্রহ প্যানডোরায় আনঅবটেনিয়াম নামক একটি মূল্যবান খনিজ আহরণের জন্য খননকাজ শুরু করে৷ খনিজ উপনিবেশ এলাকার ক্রমাগত সম্প্রসারণের ফলে এ উপগ্রহের স্থানীয় অধিবাসী নাভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে; প্যানডোরা উপগ্রহের আদিবাসী এই নাভিরা অনেকটা মানুষের মত দেখতে ৷ প্যানডোরার এই আদিবাসীদের সাথে যোগাযোগের জন্য একদল গবেষক জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড নাভি ও মানুষের সংকর দেহ ব্যবহার করেন যা এই চলচ্চিত্রের নাম ৷

অবোতার
পরিচালকজেমস ক্যামেরন
প্রযোজকজেমস ক্যামেরন
জন ল্যান্ডাউ
রচয়িতাজেমস ক্যামেরন
শ্রেষ্ঠাংশেস্যাম ওর্থিংটন
জোয়ি সালডানা
স্টিফেন ল্যাং
সিগুর্নি উইভার
মিচেলা রড্রিগেজ
জিওভান্নি রিবিসি
সুরকারজেমস হোমার
চিত্রগ্রাহকমাউরো ফিওরে
সম্পাদকজেমস ক্যামেরন
জন রেফুয়া
স্টিফেন ই. রিভকিন
প্রযোজনা
কোম্পানি
লাইটস্টোন এন্টারটেনমেন্ট
ডুন এন্টারটেনমেন্ট
ইনজিনিয়াস মিডিয়া
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি১০ ডিসেম্বর ২০০৯ (2009-12-10)
(লন্ডন প্রিমিয়ার)
ডিসেম্বর ১৮, ২০০৯
(যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১৬২ মিনিট[1]
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আয়$২৭২.৩৩ কোটি[2][3]

সংক্ষিপ্তসার

অ্যাভাটার চলচিত্রটির পটভূমি তৈরি হয়েছে একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম কিন্তু সাহসি যুদ্ধ নিয়ে।

কাহিনীর সূত্রপাত ২১৫৪ সালে, যখন আর.ডি.এ আনঅবটেনিয়ামের খোঁজে প্যানডোরা নামক পৃথিবীর মত এক গ্রহে গিয়ে মানুষ হাজির হয়। যার আবহাওয়া মানুষের নিঃশ্বাস উপযোগী নয়। এই গ্রহের অধিবাসীদের বলা হয় নাভি। নাভিরা তাদের গ্রহে খুব আনন্দেই বসবাস করছিল যতদিন পর্যন্ত না মানুষের অসাধু ইচ্ছা প্রকাশিত না হয়।

নাভিদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানার জন্য বিজ্ঞানীরা নাভিদের মত দেখতে কিছু দেহ তৈরি করলেন, যা কিনা যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত।

তথ্যসূত্র

  1. "BBFC rating and classification details for Avatar"। ডিসেম্বর ৮, ২০০৯। ৮ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৮, ২০০৯
  2. "Avatar (2009) – Box Office Mojo"Box Office MojoInternet Movie Database। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১০
  3. "Avatar"The-Numbers। Nash Information Services। সংগ্রহের তারিখ মে ৩, ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.