অ্যান্ড্রু স্টডার্ট

অ্যান্ড্রু আর্নেস্ট স্টডার্ট (ইংরেজি: Andrew Stoddart; জন্ম: ১১ মার্চ, ১৮৬৩ - মৃত্যু: ৪ এপ্রিল, ১৯১৫) ডারহামের ওয়েস্টো এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও রাগবি ইউনিয়নের খেলোয়াড় ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আট টেস্টে দলের অধিনায়কত্ব করেন।

অ্যান্ড্রু স্টডার্ট
১৮৯২ সালের সংগৃহীত স্থিরচিত্রে অ্যান্ড্রু স্টডার্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যান্ড্রু আর্নেস্ট স্টডার্ট
জন্ম(১৮৬৩-০৩-১১)১১ মার্চ ১৮৬৩
ওয়েস্টো, সাউথ শেফিল্ডস, কো. ডারহাম, ইংল্যান্ড
মৃত্যু৪ এপ্রিল ১৯১৫(1915-04-04) (বয়স ৫২)
সেন্ট জোন্স উড, লন্ডন, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান, অধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫৬)
১০ ফেব্রুয়ারি ১৮৮৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২ ফেব্রুয়ারি ১৮৯৮ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৮৫–১৯০০মিডলসেক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৬ ৩০৯
রানের সংখ্যা ৯৯৬ ১৬,৭৩৮
ব্যাটিং গড় ৩৫.৫৭ ৩২.১২
১০০/৫০ ২/৩ ২৬/৮৫
সর্বোচ্চ রান ১৭৩ ২২১
বল করেছে ১৬২ ১৪,৭১৭
উইকেট ২৭৮
বোলিং গড় ৪৭.০০ ২৩.৬৩
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১০ ৭/৬৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/ ২৫৭/
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ এপ্রিল ২০১৭

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন অ্যান্ড্রু স্টডার্ট। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন তিনি।

প্রারম্ভিক জীবন

ডারহাম কাউন্টির দক্ষিণ শেফিল্ডে স্টডার্টের জন্ম। মদ ব্যবসায়ী পিতার কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। ১৮৭৭ সালে তার পুরো পরিবার লন্ডনের মেরিলেবোন এলাকায় স্থানান্তরিত হয়। ক্লাব ক্রিকেটে চমকপ্রদ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। ফলশ্রুতিতে ১৮৮৫ সালে মিডলসেক্সের পক্ষে খেলার জন্য মনোনীত হন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকের এক বছর পর ২৩ বছর বয়সে ইংল্যান্ডে শৌখিন খেলোয়াড়ী জীবন ছেড়ে দিয়ে তার ভাইয়ের সাথে কলোরাডোয় যোগদানের চিন্তা করেছিলেন তিনি। কিন্তু ঐ সময়ে হ্যাম্পস্টেডের পক্ষে এক ইনিংসে তৎকালীন সর্বোচ্চ ৪৮৫ রান তোলার রেকর্ড গড়ার পর এ চিন্তা থেকে দূরে সরে আসেন। স্টইকসের পক্ষে ৪ আগস্ট, ১৮৮৬ সালে এ রেকর্ড গড়েন।[1] ঐ খেলায় ইনিংস ডিক্লেয়ারের কোন সুযোগ না থাকায় স্টইকসকে সারাদিন ফিল্ডিং করতে হয় ও ব্যাট করার সুযোগ হয়নি। স্টডার্ট সাত নম্বরে আউট হন। ছয় ঘণ্টা দশ মিনিট ব্যাটিং করে একটি আট, তিনটি পাঁচ ও ৬৪টি চারের মার মারেন তিনি। তিনদিন বাদে পরের খেলায় হ্যাম্পস্টেডের পক্ষে আবারো ২০৭ রান তুলেন। ৯ আগস্ট মিডলসেক্সের পক্ষে খেলে ৯৮ রান করেন। সর্বমোট এক সপ্তাহে তিনি ৭৯০ রান তুলেন। কেন্টের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১১৬ রানের প্রথম সেঞ্চুরি করেন।

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৬ টেস্ট খেলার সুযোগ পান। তন্মধ্যে আট টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৩ জয় ও ১ ড্রয়ের সন্ধান পান। ১০ ফেব্রুয়ারি, ১৮৮৮ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। ১৮৯৪-৯৫ মৌসুমের অ্যাশেজ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

সকল ধরনের খেলায় স্টডার্টের দক্ষতা ছিল। ইংল্যান্ডের পক্ষে রাগবি ইউনিয়নের ১০টি খেলায় অংশ নেন। তন্মধ্যে চারবার অধিনায়কত্ব করেন।[2]

১৮৯৩ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হন।[3] দক্ষিণ শেফিল্ডের একটি রাস্তার নামকরণ তার নামে করা হয়েছে।

ব্যক্তিগত জীবন

অস্ট্রেলিয়া সফরে জনপ্রিয় গায়িকা ও আবৃত্তিকার এমিলি লাকহাম নাম্নী এক রমণীর সাথে সাক্ষাৎ হয়। ১৯০১ সালে ইউরোপে চলে যান ইথেল এলিজাবেথ নামে পরিচিত এমিলি। চমৎকার বাচনভঙ্গী ছিল তার। ১৯০৩ সালে রবার্ট অ্যাডামস লাকহাম নামীয় বুলেটিন সাংবাদিক তাকে পরিত্যাগ করলে ১৯০৬ সালে স্টডার্ট তাকে বিয়ে করেন।

সেন্ট জোন্স উডে সস্ত্রীক বসবাস করতেন। স্টক এক্সচেঞ্জে কাজ করতেন ও পরবর্তীতে কুইন্স ক্লাবের সচিব হন। সতীর্থ ইংল্যান্ড দলনায়ক আর্থার শ্রিউসবারির সাথে ১৮৯৩ সালে অস্ট্রেলিয়ায় জুয়ার ব্যবসা খুলেন। কিন্তু এখানেও তিনি বেশ কঠিন সময় পার করেন। স্বাস্থ্যের অবনতি ও ঋণে জর্জরিত অবস্থায় ৪ এপ্রিল, ১৯১৫ তারিখে ৫২ বছর বয়সে লন্ডনের সেন্ট জোন্স উড এলাকায় আগ্নেয়াস্ত্রের সাহায্যে আত্মহত্যা করেন।[4]

তথ্যসূত্র

  1. Wilde, Simon (১৪ এপ্রিল ২০০৭)। "The inexhaustible AE Stoddart"Wisden Cricket Monthly। ESPN। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬
  2. Richards, Huw (৯ জুলাই ২০১৩)। "Stoddart the leader with bat and ball"। ESPN। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬
  3. Full List on Cricinfo, Retrieved 27 May, 2017.
  4. "A late starter"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭

আরও দেখুন

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ডব্লিউ. জি. গ্রেস
ডব্লিউ. জি. গ্রেস
ইংরেজ ক্রিকেট অধিনায়ক
১৮৯৪
১৮৯৭/৯৮
উত্তরসূরী
লর্ড হক
লর্ড হক
পূর্বসূরী
আলেকজান্ডার ওয়েব
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট অধিনায়ক
১৮৯৮
(যৌথভাবে - আলেকজান্ডার ওয়েব)
উত্তরসূরী
গ্রিগর ম্যাকগ্রিগর
পূর্বসূরী
ফ্রেড বন্সর
জন লরেন্স হিকসন
ফ্রেডরিক অল্ডারসন
স্যামি উডস
ইংল্যান্ড জাতীয় রাগবি ইউনিয়ন অধিনায়ক
ফেব্রুয়ারি, ১৮৯০
মার্চ, ১৮৯০
জানুয়ারি, ১৮৯৩
মার্চ, ১৮৯৩
উত্তরসূরী
জন লরেন্স হিকসন
ফ্রেডরিক অল্ডারসন
স্যামি উডস
রিচার্ড লকউড
পূর্বসূরী
বব সেডন
ব্রিটিশ ও আইরিশ লায়ন্স অধিনায়ক
আগস্ট-অক্টোবর, ১৮৮৮
উত্তরসূরী
বিল ম্যাকক্লাগান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.