অ্যান্ড্রু নাবুট

অ্যান্ড্রু নাবুট (জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৯২) হলেন লেবানীয় বংশোভূত অস্ট্রেলিয়ার একজন পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে জে-লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড়উইঙ্গার হিসেবে খেলেন।[2]

অ্যান্ড্রু নাবুট
২০১৫ সালে নাবুট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যান্ড্রু নাবুট
জন্ম (1992-12-17) ১৭ ডিসেম্বর ১৯৯২[1]
জন্ম স্থান মেলবোর্ন, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড় / উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
উরাওয়া রেড ডায়মন্ডস
জার্সি নম্বর ১৯
যুব পর্যায়
২০০৪–২০০৭ ব্রান্সউইক সিটি
২০০৭–২০০৯ গ্রিন গালি
২০০৯–২০১১ সানসাইন জর্জ ক্রস
২০১২–২০১৩ মেলবোর্ন ভিক্টরি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ সানসাইন জর্জ ক্রস ১৪ (০)
২০১১–২০১২ হাইডেলবার্গ ইউনাইটেড ৩২ (৩)
২০১২ মোরল্যান্ড জেব্রাস (০)
২০১২–২০১৫ মেলবোর্ন ভিক্টরি ৪০ (৫)
২০১৬ নেগেরি সেম্বিলান এফএ ১২ (৮)
২০১৬–২০১৮ নিউক্যাসল জেটস ৪৬ (১৮)
২০১৮– উরাওয়া রেড ডায়মন্ডস (০)
জাতীয় দল
২০১৮– অস্ট্রেলিয়া (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের মার্চ মাসে, বিশ্বকাপের পূর্বে কলম্বিয়া এবং নরওয়ের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া দলে খেলার জন্য তিনি ডাক পান। নাবুট ২০১৮ সালের ২৪শে মার্চ তারিখে নরওয়ের বিরুদ্ধে খেলার মাধ্যমে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন। তিনি উক্ত ম্যাচে ৬৭ মিনিটে টমি জুরিকের সাথে বদল হওয়ার পূর্বে, একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন, উক্ত ম্যাচে তার দল ৪–১ গোলে হেরে যায়। অতঃপর তিনি ২য় প্রীতি ম্যাচেও খেলেন, জেকাহ্নে অস্ট্রেলিয়া গোল শূন্য ড্র করে। তিনি উক্ত ম্যাচে লেফট উইং পজিশনে খেলে তার খেলার ধরনের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

সম্মাননা

মেলবোর্ন ভিক্টরি এফসি

  • ২০১৪–১৫ এ লিগ চ্যাম্পিয়নশিপ
  • ২০১৪–১৫ এ লিগ প্রিমিয়ারশিপ
  • ২০১৫–১৬ এফএফএ কাপ চ্যাম্পিয়ন

ব্যক্তিগত

  • ২০১৬–১৭ নিউক্যাসল জেটস এফসি পেশাদার ফুটবলার অস্ট্রেলিয়া এ লিগ মাসের সেরা খেলোয়াড়: জানুয়ারি ২০১৭
  • ২০১৬–১৭ নিউক্যাসল জেটস এফসি রে বার্টজ মেডেল

তথ্যসূত্র

  1. "Newcastle Jets Team"। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৮
  2. "The player no club wanted"PlayersVoice। মার্চ ৮, ২০১৮।

বহিঃসংযোগ

টেমপ্লেট:উরাওয়া রেড ডায়মন্ডস দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.