অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন

অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন (কাতালান: Federació Andorrana de Futbol, ইংরেজি: Andorran Football Federation; এছাড়াও সংক্ষেপে এএফএফ নামে পরিচিত) হচ্ছে অ্যান্ডোরার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[2] এই সংস্থাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছর সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর অ্যান্ডোরার এস্কালদেস-এনগোরদানিতে অবস্থিত।[3]

অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৯৪ (1994)[1]
সদর দপ্তরএস্কালদেস-এনগোরদানি, অ্যান্ডোরা
ফিফা অধিভুক্তি১৯৯৬[1]
উয়েফা অধিভুক্তি১৯৯৬
সভাপতিঅ্যান্ডোরা ফেলিক্স আলভারেস
সহ-সভাপতি
  • অ্যান্ডোরা আলফোন্সো গিয়ের্মো
  • অ্যান্ডোরা রিকার্দো তলোসা
ওয়েবসাইটwww.faf.ad

এই সংস্থাটি অ্যান্ডোরার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রিমেরা দিবিসিও, কোপা কোন্সতিতুসিও এবং অ্যান্ডোরীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফেলিক্স আলভারেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দাবিদ রদ্রিগো।

কর্মকর্তা

৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিফেলিক্স আলভারেস
সহ-সভাপতিআলফোন্সো গিয়ের্মো
রিকার্দো তলোসা
সাধারণ সম্পাদকদাবিদ রদ্রিগো
কোষাধ্যক্ষইয়োসেপ কোম্বারোস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকসাবিয়ের বোনেত
প্রযুক্তিগত পরিচালকএলোয় কাসালস
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)কোলদো
জাতীয় দলের কোচ (নারী)হোসে আন্তোন মার্তিন
রেফারি সমন্বয়কারীপেদ্রো বাবোত আবাদ

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০
  2. "When Saturday Comes - Remote possibilities"। Wsc.co.uk। ২০১২-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৪
  3. "Encouraging Andorran advancements"। Uefa.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৪

বহিঃসংযোগ

টেমপ্লেট:অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.