অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল
অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল (কাতালান: Selecció de futbol d'Andorra, ইংরেজি: Andorra national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অ্যান্ডোরার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অ্যান্ডোরার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৬ সালের ১৩ই নভেম্বর তারিখে, অ্যান্ডোরা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অ্যান্ডোরার আন্দরা লা ভেলিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অ্যান্ডোরা এস্তোনিয়ার কাছে ৬–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | ত্রিরং | |||
---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন | |||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | |||
প্রধান কোচ | কোলদো আলবারেস | |||
অধিনায়ক | মার্সিও বিয়েইরা | |||
সর্বাধিক ম্যাচ | ইলদেফোন্স লিমা (১২৮) | |||
শীর্ষ গোলদাতা | ইলদেফোন্স লিমা (১১) | |||
মাঠ | অ্যান্ডোরা জাতীয় স্টেডিয়াম | |||
ফিফা কোড | AND | |||
ওয়েবসাইট | www | |||
| ||||
ফিফা র্যাঙ্কিং | ||||
বর্তমান | ১৫৩ ২ (৩১ মার্চ ২০২২)[1] | |||
সর্বোচ্চ | ১২৫ (সেপ্টেম্বর ২০০৫) | |||
সর্বনিম্ন | ২০৬ (ডিসেম্বর ২০১১) | |||
এলো র্যাঙ্কিং | ||||
বর্তমান | ১৮২ ৪ (৩০ এপ্রিল ২০২২)[2] | |||
সর্বোচ্চ | ১৭১ (ফেব্রুয়ারি ২০০৫, সেপ্টেম্বর ২০০৫) | |||
সর্বনিম্ন | ১৯৩ (সেপ্টেম্বর ২০১৫) | |||
প্রথম আন্তর্জাতিক খেলা | ||||
অ্যান্ডোরা ১–৬ এস্তোনিয়া (আন্দরা লা ভেলিয়া, অ্যান্ডোরা; ১৩ নভেম্বর ১৯৯৬) | ||||
বৃহত্তম জয় | ||||
অ্যান্ডোরা ২–০ বেলারুশ (আশুবায়, অ্যান্ডোরা; ২৬ এপ্রিল ২০০০) অ্যান্ডোরা ২–০ আলবেনিয়া (আন্দরা লা ভেলিয়া, অ্যান্ডোরা; ১৭ এপ্রিল ২০০২) সান মারিনো ০–২ অ্যান্ডোরা (সেরাভিল, সান মারিনো; ২২ ফেব্রুয়ারি ২০১৭) | ||||
বৃহত্তম পরাজয় | ||||
চেক প্রজাতন্ত্র ৮–১ অ্যান্ডোরা (লিবেরেৎস, চেক প্রজাতন্ত্র; ৪ জুন ২০০৫) ক্রোয়েশিয়া ৭–০ অ্যান্ডোরা (জাগরেব, ক্রোয়েশিয়া; ৭ অক্টোবর ২০০৬) পর্তুগাল ৭–০ অ্যান্ডোরা (লিসবন, পর্তুগাল; ১১ নভেম্বর ২০২০) |
৩,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট অ্যান্ডোরা জাতীয় স্টেডিয়ামে ত্রিরং নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় অ্যান্ডোরার এস্কালদেস-এনগোরদানিতে অবস্থিত।[3] বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কোলদো আলবারেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আতলেতিকো মানসোনের মধ্যমাঠের খেলোয়াড় মার্সিও বিয়েইরা।
অ্যান্ডোরা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও অ্যান্ডোরা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
ইলদেফোন্স লিমা, অস্কার সোনের্জি, মার্সিও বিয়েইরা, ক্রিস্তিয়ান মার্তিনেস এবং হেসুস লুসেন্দোর মতো খেলোয়াড়গণ অ্যান্ডোরার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে অ্যান্ডোরা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১২৫তম) অর্জন করে এবং ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অ্যান্ডোরার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭১তম (যা তারা ২০০৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৫১ | ইয়েমেন | ১০৪৬.২৬ | |
১৫২ | মিয়ানমার | ১০৪৪.৫৬ | |
১৫৩ | ২ | অ্যান্ডোরা | ১০৪০.১৩ |
১৫৪ | মালয়েশিয়া | ১০৩৫.০৬ | |
১৫৫ | ১ | ডোমিনিকান প্রজাতন্ত্র | ১০২৯.৪২ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৮০ | ৩ | সাঁউ তুমি ও প্রিন্সিপি | ১০৮৭ |
১৮১ | ১ | লিশটেনস্টাইন | ১০৮৪ |
১৮২ | ৪ | অ্যান্ডোরা | ১০৭৫ |
১৮৩ | ৮ | পুয়ের্তো রিকো | ১০৫৯ |
১৮৪ | ৩ | জিব্রাল্টার | ১০৫০ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | |||||||||||||||
২০০২ | উত্তীর্ণ হয়নি | ১০ | ০ | ০ | ১০ | ৫ | ৩৬ | ||||||||
২০০৬ | ১২ | ১ | ২ | ৯ | ৪ | ৩৪ | |||||||||
২০১০ | ১০ | ০ | ০ | ১০ | ৩ | ৩৯ | |||||||||
২০১৪ | ১০ | ০ | ০ | ১০ | ০ | ৩০ | |||||||||
২০১৮ | ১০ | ১ | ১ | ৮ | ২ | ২৩ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৫২ | ২ | ৩ | ৪৭ | ১৪ | ১৬২ |
তথ্যসূত্র
- "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "Encouraging Andorran advancements"। Uefa.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৪।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (কাতালান) (ইংরেজি)
- ফিফা-এ অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুলাই ২০১১ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল (ইংরেজি)