অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল

অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল (কাতালান: Selecció de futbol d'Andorra, ইংরেজি: Andorra national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অ্যান্ডোরার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অ্যান্ডোরার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৬ সালের ১৩ই নভেম্বর তারিখে, অ্যান্ডোরা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অ্যান্ডোরার আন্দরা লা ভেলিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অ্যান্ডোরা এস্তোনিয়ার কাছে ৬–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

অ্যান্ডোরা
ডাকনামত্রিরং
অ্যাসোসিয়েশনঅ্যান্ডোরীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচকোলদো আলবারেস
অধিনায়কমার্সিও বিয়েইরা
সর্বাধিক ম্যাচইলদেফোন্স লিমা (১২৮)
শীর্ষ গোলদাতাইলদেফোন্স লিমা (১১)
মাঠঅ্যান্ডোরা জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডAND
ওয়েবসাইটwww.faf.ad
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৫৩ ২ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ১২৫ (সেপ্টেম্বর ২০০৫)
সর্বনিম্ন২০৬ (ডিসেম্বর ২০১১)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৮২ ৪ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১৭১ (ফেব্রুয়ারি ২০০৫, সেপ্টেম্বর ২০০৫)
সর্বনিম্ন১৯৩ (সেপ্টেম্বর ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 অ্যান্ডোরা ১–৬ এস্তোনিয়া 
(আন্দরা লা ভেলিয়া, অ্যান্ডোরা; ১৩ নভেম্বর ১৯৯৬)
বৃহত্তম জয়
 অ্যান্ডোরা ২–০ বেলারুশ 
(আশুবায়, অ্যান্ডোরা; ২৬ এপ্রিল ২০০০)
 অ্যান্ডোরা ২–০ আলবেনিয়া 
(আন্দরা লা ভেলিয়া, অ্যান্ডোরা; ১৭ এপ্রিল ২০০২)
 সান মারিনো ০–২ অ্যান্ডোরা 
(সেরাভিল, সান মারিনো; ২২ ফেব্রুয়ারি ২০১৭)
বৃহত্তম পরাজয়
 চেক প্রজাতন্ত্র ৮–১ অ্যান্ডোরা 
(লিবেরেৎস, চেক প্রজাতন্ত্র; ৪ জুন ২০০৫)
 ক্রোয়েশিয়া ৭–০ অ্যান্ডোরা 
(জাগরেব, ক্রোয়েশিয়া; ৭ অক্টোবর ২০০৬)
 পর্তুগাল ৭–০ অ্যান্ডোরা 
(লিসবন, পর্তুগাল; ১১ নভেম্বর ২০২০)

৩,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট অ্যান্ডোরা জাতীয় স্টেডিয়ামে ত্রিরং নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় অ্যান্ডোরার এস্কালদেস-এনগোরদানিতে অবস্থিত।[3] বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কোলদো আলবারেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আতলেতিকো মানসোনের মধ্যমাঠের খেলোয়াড় মার্সিও বিয়েইরা

অ্যান্ডোরা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও অ্যান্ডোরা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

ইলদেফোন্স লিমা, অস্কার সোনের্জি, মার্সিও বিয়েইরা, ক্রিস্তিয়ান মার্তিনেস এবং হেসুস লুসেন্দোর মতো খেলোয়াড়গণ অ্যান্ডোরার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে অ্যান্ডোরা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১২৫তম) অর্জন করে এবং ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অ্যান্ডোরার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭১তম (যা তারা ২০০৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫১  ইয়েমেন১০৪৬.২৬
১৫২  মিয়ানমার১০৪৪.৫৬
১৫৩  অ্যান্ডোরা১০৪০.১৩
১৫৪  মালয়েশিয়া১০৩৫.০৬
১৫৫  ডোমিনিকান প্রজাতন্ত্র১০২৯.৪২
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮০  সাঁউ তুমি ও প্রিন্সিপি১০৮৭
১৮১  লিশটেনস্টাইন১০৮৪
১৮২  অ্যান্ডোরা১০৭৫
১৮৩  পুয়ের্তো রিকো১০৫৯
১৮৪  জিব্রাল্টার১০৫০

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪
১৯৯৮
২০০২উত্তীর্ণ হয়নি১০১০৩৬
২০০৬১২৩৪
২০১০১০১০৩৯
২০১৪১০১০৩০
২০১৮১০২৩
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৫২৪৭১৪১৬২

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "Encouraging Andorran advancements"। Uefa.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.