অহংকার (২০১৭-এর চলচ্চিত্র)
অহংকার হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সামাজিক-নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন[1][2] ও তুষার কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আবদুল মাবুদ কাওসার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলি।[3][4][5][6][7][8] এছাড়াও সহ-অভিনেতা হিসেবে তমা মির্জা, মিজু আহমেদ, রেহানা জলি, আফজাল শরীফ, নূতন সহ আরো অনেকে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[9][10][11] এটি শাকিব-বুবলি জুটির ৪র্থ চলচ্চিত্র।[12][13][14] চলচ্চিত্রটি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র অটো শংকর-এর পুনঃনির্মাণ।
অহংকার | |
---|---|
![]() অহংকার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | শাহাদাত হোসেন লিটন |
প্রযোজক | আবদুল মাবুদ কাওসার |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
চিত্রনাট্যকার | আব্দুল্লাহ জহির বাবু |
কাহিনিকার | আব্দুল মাবুদ কাওসার |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শওকত আলী ইমন, আলী আকরাম শুভ আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | তুষার কথাচিত্র |
পরিবেশক | তুষার কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান
- শবনম বুবলি - মায়া
- আবুল হায়াত
- তমা মির্জা
- মিজু আহমেদ
- রেহানা জলি
- আফজাল শরীফ
- নূতন
- সাদিক সিদ্দীকি
সংগীত
অহংকার চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আলী আকরাম শুভ এবং এর আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এছাড়াও চলচ্চিত্রের সবগুলো গানের গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কবির বকুল ও সুদীপ কুমার দীপ। এটির সবগুলো গান লাইভ টেকনোলজি'র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | সুরকার | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "তুই যে আমার এই অন্তরে" | শওকত আলী ইমন | ইমরান মাহমুদুল ও মিমি | ০৪:৩৫ |
২. | "অহংকার (শিরোনাম গান)" | আহমেদ ইমতিয়াজ বুলবুল | এস আই টুটুল | ০২:৩৭ |
৩. | "বুকের ভিতর রেখে তোমায়" | শওকত আলী ইমন | ইমরান মাহমুদুল ও মিমি | ০৪:৪০ |
৪. | "তুই যে আমার সুপারহিরো" | আহমেদ ইমতিয়াজ বুলবুল | ইমরান মাহমুদুল ও লেমিস | ০৫:১৬ |
মোট দৈর্ঘ্য: | ১৬:২৮ |
তথ্যসূত্র
- "ঈদে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র"। প্রথম আলো। ১৭ আগস্ট ২০১৭।
- "শাকিব-বুবলীর 'অহংকার'"। এনটিভি। ১৯ আগস্ট ২০১৭। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- "বুবলীর বাউন্ডারি"। যায়যায়দিন।
- Independent, The। "Shooting of Bubly's third film in final stage"। দি ইন্ডেপেনডেন্ট।
- "Bubly paired up again with Shakib"। প্রথম আলো। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার|2=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - "ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবি অহংকার গল্প ভালো নির্মাণ দুর্বল - daily nayadiganta"। দৈনিক নয়াদিগন্ত।
- "নিজেকে প্রমাণ করতে বুবলির 'অহংকার'"। বিডিনিউজ টোয়েন্টিফোর।
- Sun, The Daily। "পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছেনা 'অহংকার' - ডেইলি সান"। দ্য ডেইলি সান। ১৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- "পয়লা বৈশাখে শাকিবের দুই ছবি"। দৈনিক জনকণ্ঠ।
- "ঈদে মুক্তির সম্ভাবনায় শাকিব-বুবলীর অহংকার"। জাগো নিউজ টোয়েন্টিফোর।
- bd, cnm news24 (২৬ আগস্ট ২০১৭)। "ঈদুল আজহায় বুবলীর 'রংবাজ' ও 'অহংকার' ছবি দুটি মুক্তি পাচ্ছে"। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "সেন্সরে যাচ্ছে শাকিব-বুবলী জুটির তৃতীয় ছবি 'অহংকার' - FilmyMike"। www.filmymike.com। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- Noor, Imrul। "'অহংকার' ও 'রংবাজ' দুটি ছবি থেকেই আশানুরূপ সাড়া পাচ্ছি : বুবলী - Bangladesh Ajkal"। bangladeshajkal.com। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "১লা বৈশাখে শাকিব-বুবলীর অহংকার – ঢাকা হেডলাইন্স"। dhakaheadlines.com। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অহংকার (ইংরেজি)