অস্মিত প্যাটেল
অস্মিত প্যাটেল (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৭৮) হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। অস্মিত বিগ বস অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলেন।
অস্মিত প্যাটেল | |
---|---|
জন্ম | ১৩ জানুয়ারি ১৯৭৮ |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
পিতা-মাতা | আশা প্যাটেল অমিত প্যাটেল |
আত্মীয় | অমীশা প্যাটেল (বোন) |
ব্যক্তিগত জীবন
অস্মিত প্যাটেল হলেন অমিত প্যাটেল ও আশা প্যাটেলের পুত্র এবং অভিনেত্রী ও মডেল অমীশা প্যাটেলের ছোটো ভাই।[1] অস্মিতের ঠাকুরদা হলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আইনজীবী-রাজনীতিবিদ রজনী প্যাটেল।
অস্মিত মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনোন স্কুলে পড়াশোনা করেন। পরে ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।[2]
কর্মজীবন
অস্মিত প্যাটেল তার কর্মজীবন শুরু করেন একজন সহকারী পরিচালক হিসেবে। তিনি বিক্রম ভট্টের সঙ্গে তার আপ মুঝে অচ্ছে লগনে লগে (২০০২), আওয়ারা পাগল দিওয়ানা (২০০২), রাজ (২০০২) ও ফুটপাথ (২০০৩) ছবিগুলি নির্মাণে সহায়তা করেন।[3] তার অভিনীত প্রথম ছবিটি ছিল বিক্রম ভট্ট পরিচালিত ইন্তেহা (২০০৩)।[4] ২০০৪ সালে অস্মিত অভিনয় করেন থ্রিলার ছবি মার্ডার-এ। হলিউডে নির্মিত আনফেইথফুল ছবিটি থেকে অনুপ্রাণিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমী। এই ছবিটিই তার অভিনীত প্রথম ছবি, যেটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে।[5]
২০০৫ সালে অস্মিত সোনি রাজদানের থ্রিলার নজর[6] ও একাধিক চলচ্চিত্র-তারকা অভিনীত খালিদ মোহাম্মেদের সিলসিলে ছবিতে অভিনয় করেন। দু’টি ছবিই বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়।[7] ২০০৬ সালে তিনি দিল দিয়া হ্যায়, বনারস ও ফাইট ক্লাব – মেম্বারস অনলি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।[8] ২০০৭ সালে অস্মিত অভিনয় করেন কমেডি ছবি কুদিয়োঁ কা হ্যায় জমানা-তে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন মহিমা চৌধুরী ও রেখা।[9] তাঁর অভিনীত পরবর্তী ছবি টস মুক্তি পায় ২০০৯ সালে।[10]
অস্মিত ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বস-এর চতুর্থ মরসুমের অন্যতম ফাইনালিস্ট হিসেবে অংশ নেন।[11]
চলচ্চিত্র তালিকা
বছর | নাম | ভূমিকা |
---|---|---|
২০০৩ | ইন্তেহা | রণবীর ওবেরয়/বিক্রম রাঠোর/রাকেশ শর্মা |
২০০৪ | মার্ডার | সুধীর সায়গল |
২০০৫ | নজর | রোহন শেঠি |
সিলসিলে | নিখিল | |
২০০৬ | ফাইট ক্লাব – মেম্বারস অনলি | দীনেশ |
বনারস | সোহম | |
দিল দিয়া হ্যায় | কুণাল মালিক | |
কুদিয়োঁ কা হ্যায় জমানা | অমর | |
২০০৯ | টস | জোশ |
২০১৪ | জয় হো | সুমিত |
সহকারী পরিচালক
- আওয়ারা পাগল দিওয়ানা (২০০২) (দ্বিতীয় সহকারী পরিচালক)
- আপ মুঝে অচ্ছে লগনে লগে (২০০২)
- রাজ (২০০২)
- ফুটপাথ (২০০৩)
রিয়েলিটি টেলিভিশন
Year | অনুষ্ঠান | স্থান | চ্যানেল |
---|---|---|---|
২০১০ | ৯৬ দিনে বহিষ্কৃত |
||
২০১১ |
ইউটিভি বিন্দাস | ||
২০১৫ |
তথ্যসূত্র
- "My brother Ashmit Patel"। DNA। ২৪ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১০।
- "Ashmit Patel - Biography"। ChakPak Movies। ২১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১০।
- "Ashmit Patel Biography"। Yahoo! Movies। ১১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১০।
- "There's always a first time"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১০।
- "Box Office 2004"। Box Office India। ১৬ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১০।
- "Ashmit denied visa, but it's week of Nazar's release"। Indian Express। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
- "Flops of the Decade: 'Silsilay'"। MSN। ১৫ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
- "Photo Feature: Ashmit Patel from Superboy to Superman"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
- "New releases: Kudiyon Ka Hai Zamaana"। Indian Express। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
- "Ashmit Patel on a comeback trail"। Zoomtv.in। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
- "Ashmit Patel sings his blues"। IBNLive। ১৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অস্মিত প্যাটেল (ইংরেজি)
- কইমই-এ অস্মিত প্যাটেল