অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকা

এটি অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকাআন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে টেস্ট ক্রিকেট, যাতে টেস্ট পরিবারভূক্ত দু’টি ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে কমপক্ষে একটি টেস্টে অংশগ্রহণকারী ৩৪জন ক্রিকেটার উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। উইকেট-রক্ষণের দায়িত্বের বাইরে থাকলে তা ক্যাচ হিসেবে গণ্য করা হয়নি। যেদিন একজন খেলোয়াড় তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো। যদি একাধিক খেলোয়াড় একই টেস্ট ম্যাচে তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের বর্ণানুক্রম অনুসারে (ইংরেজি নামের বর্ণানুক্রম) তালিকাভুক্ত করা হয়েছে। মাঝে-মধ্যে মূল উইকেট-রক্ষকের আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত বা বোলিংয়ের কারণে অন্য খেলোয়াড় এ দায়িত্ব পালন করে থাকেন।[1]

জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলিয়ার প্রথম উইকেট-রক্ষক।
ব্র্যাড হাড্ডিন, অস্ট্রেলীয় উইকেট-রক্ষক।
পিটার নেভিল, অস্ট্রেলিয়ার বর্তমান উইকেট-রক্ষক।

পরিসংখ্যানটি ২৩ আগস্ট, ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্রমিকখেলোয়াড়সময়কালটেস্টক্যাচস্টাম্পিংসর্বমোট
আউট
১।জ্যাক ব্ল্যাকহাম১৮৭৭–৯৪৩২৩৫২৪৫৯
২।বিলি মারডক১৮৮২
৩।এফি জার্ভিস১৮৮৫–৯৫১৭
৪।ফ্রেডরিক বার্টন১৮৮৭
৫।স্টাম্পার কেলি১৮৯৬–১৯০৫৩৬৪৩২০৬৩
৬।স্যামি কার্টার১৯০৭–২১২৮৪৪২১৬৫
৭।বার্লো কারকিক১৯১২
৮।বার্ট ওল্ডফিল্ড১৯২০–৩৭৫৪৭৮৫২১৩০
৯।হ্যামি লাভ১৯৩২–৩৩
১০।বেন বার্নেট১৯৩৮
১১।ডন টলন১৯৪৬–৫৩২১৫০৫৮
১২।রন স্যাগার্স১৯৪৮–৫০১৬২৪
১৩।গিল ল্যাংলি১৯৫১–৫৬২৬৮৩১৫৯৮
১৪।লেন মাডকস১৯৫৫–৫৬১৯২০
১৫।ওয়ালি গ্রাউট১৯৫৭–৬৬৫১১৬৩২৪১৮৭
১৬।ব্যারি জার্মান১৯৫৯–৬৯১৯৫০৫৪
১৭।ব্রায়ান টাবের১৯৬৬–৭০১৬৫৬৬০
১৮।রড মার্শ১৯৭০–৮৪৯৬৩৪৩১২৩৫৫
১৯।স্টিভ রিক্সন১৯৭৭–৮৫১৩৪২৪৭
২০।জন ম্যাকলিন১৯৭৮–৭৯১৮১৮
২১।কেভিন রাইট১৯৭৮–৮০১০৩১৩৫
২২।রজার ওলি১৯৮৩–৮৪
২৩।ওয়েন বি. ফিলিপস১৯৮৪–৮৬১৮৪৩৪৩
২৪।টিম জোরার১৯৮৫–৮৭১০১৮১৯
২৫।গ্রেগ ডায়ার১৯৮৬–৮৮২২২৪
২৬।ইয়ান হিলি১৯৮৮–৯৯১১৯৩৬৬২৯৩৯৫
২৭।ফিল অ্যাম্রি১৯৯৪
২৮।অ্যাডাম গিলক্রিস্ট১৯৯৯–২০০৮৯৬৩৭৯৩৭৪১৬
২৯।ব্রাড হাড্ডিন২০০৮-২০১৫৬৬২৬২১০২৭০
৩০।গ্রাহাম ম্যানু২০০৯
৩১।টিম পেইন২০১০১৬১৭
৩২।ম্যাথু ওয়েড২০১২-বর্তমান২০৫৬৬৪
৩৩।পিটার নেভিল২০১৫–বর্তমান১৭৬১৬৩
৩৪।পিটার হ্যান্ডসকম্ব২০১৭–বর্তমান

তথ্যসূত্র

  1. "Australian Test wicket-keepers"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.