অসেটীয় ভাষা

অসেটীয় ভাষা (ইংরেজি: Ossetic language) একটি পূর্ব ইরানীয় ভাষা।এটি অসেটিয়া অঞ্চলে বলা হয়, এ অঞ্চল ককেশীয় পর্বতমালার উত্তর ঢালে অবস্থিত। এই ভাষাটি সিদিয়, সারমাশিয়, এলানিয় ভাষা সমূহের সাথে সম্পর্কিত এবং সম্ভবত এই ভাষা সমূহের বংশধর।[3]< অসেটীয় ভাষা অসেটীয় জনগোষ্ঠীর ভাষা। এই ভাষা রাশিয়ার উত্তর অসেটীয়া-এলানিয়া ও সীমান্তের দক্ষিণ অসেটীয়া অঞ্চলে প্রচলিত। অসেটীয় ভাষীর সংখ্যা প্রায় ৬১৪,৩৫০জন। ২০১০সালের এক হিসাবে এদের মাঝে প্রায় ৪৫১,০০০ রাশিয়াতে বসবাস করে।[4]<

অসেটীয়
Иронау, ইরোনাউ
দেশোদ্ভবরাশিয়া, জর্জিয়া, তুরস্ক
অঞ্চলউত্তর অসেটিয়া, দক্ষিণ অসেটিয়া
মাতৃভাষী
৬০০,০০০ (2010)[1]
পূর্বসূরীরা
সিদিয়
  • এলানিয়
উপভাষাসমূহ
  • দিগর
  • ইরন
  • জ্যাসিয়
  • সিরিলিয়(অসেটীয় বর্ণমালা)
  • জর্জিয়(c.1820-1954)
  • ল্যাটিন(c.1923-1937)
সরকারি অবস্থা
সরকারি ভাষা
উত্তর অসেটিয়া, দক্ষিণ অসেটিয়া
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১os
আইএসও ৬৩৯-২oss
আইএসও ৬৩৯-৩oss
লিঙ্গুয়াস্ফেরা58-ABB-a
১৯৩৫ সালে প্রকাশিত একটি অসেটীয় বইয়ের কিছু লেখা; বইটি লাতিন লিপিতে লেখা

ইতিহাস ও শ্রেণীবিন্যাস

অসেটীয় ভাষা হচ্ছে অসেট লোকদের মাতৃভাষা ও সাহিত্যিক ভাষা।অসেট লোকেরা ককেশাস পর্বতমালার মধ্যাঞ্চলোো বসবাস করে। এটি উত্তর অসেটীয়া -- এলানিয়া (যা রাশিয়ার অংশ) এবং দক্ষিণ অসেটিয়া (যাকে স্বাধীন দেশ বলা হলেও আসলে জর্জিয়া নামক দেশের অংশ) অঞ্চলের প্রধান ভাষা। অসেটীয় ভাষা ইন্দোইউরোপীয় ভাষা পরিবারের ইরানীয় উপ শাখার অন্তর্গত। ইরানীয় অংশে আবার এর অবস্থান পূর্ব ইরানীয় ভাষাসমূহের উত্তর পূর্ব উপ শাখায়। কিম্তু এই েশ্রণী বিন্যাস যতটুকু না জেনেরিক তার চোয়ে অনেক বেশি ভৌগোলিক।পূর্ব ইরানীয় অন্যান্য ভাষাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল পশতুইয়াঘনাবি ভাষা। এই ভাষাগুলোর সাথে অসেটীয় ভাষার সম্পর্ক থাকলেও অনেক ব্যবধানও বিদ্যমান। প্রাচীন যুগ থেকেই আজকের ইরান, পূর্ব ইউরোপ ককেশাস পর্বতমালামধ্য এশিয়ার বিস্তর্ণ তৃণভূমিতে ইরানীয় ভাষাসমূহ বিদ্যমান ছিল। অসেটীয় ভাষাকে বলা হয় এদের মধ্যো প্রচলিত সিদিয় ভাষাসমূহের সরাসরি একমাত্র বংশধর। সিদিয় জাতি গোষ্ঠী অনেক গুলো গোত্রে ভাগ ছিল যার মাঝে সারমাশিয়, শক, এলানিয় ইত্যাদি এবং আর পূর্বে খোয়ারেজমীয় এবং সোগদীয় রা, যারা ভাষা তাত্বিক দিক থেকে অনেক কাছাকাছিই ছিল। ককেশাস অন্চলে ইরানীয় ভাষা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্চছে অসেটীয়, কুর্দি , টাটিতালিশি ভাষা। অসেটীয় হচ্ছে এলানীয় ভাষা থেকে উদ্ভূত ভাষা। এই ভাষার সাথে উত্তর পূর্বান্চলীয় ইরানীয় ভাষার একমাত্র টিকে যাওয়া সদস্য ইয়াঘনাবি ভাষার অনেক সম্পর্ক বিদ্যমান। [5] [6]

উপভাষাসমূহ

অসেটীয় ভাষার তিনটি উপভাষা আছে। এর একটি হল দিগর যা উত্তর অসেটিয়া-এলানিয়া অঞ্চলে বলা হয়। আরেকটি উপভাষা ইরন দক্ষিণ অসেটিয়ায় চালু। ৩য় গুরুত্বপূর্ণ উপভাষা জ্যাসীয় হাঙ্গেরিতে চালু ছিল।

লিখন পদ্ধতি

অসেটিয় ভাষা সিরিলিয় লিপিতে লেখা হয়ে থাকে।এছাড়া জর্জিয় লিপিতেও লেখা হয়। আধুনিক ওসেটীয় সাহিত্যিক ভাষার জনক হচ্ছেন কস্টা খেতাগুরভ[7]< ১৮শ শতাব্দীতে একটি ইরন সাহিত্যিক ভাষা প্রতিষ্ঠা হয়। ১৭৯৮ সালে প্রথম সিরিলিয় লিপিতে লেখা অসেটীয় ভাষার বই ছাপানো হয়। ১৮৪৪ সালে আন্দ্রেস সজরগেন নামক একজন বিজ্ঞানি অসেটিয় ভাষার লিপি সংস্কার করেন।১৯৩৭ সালে পুনরায় সিরিলিয় লিপিটি সংস্কার করা হয় এবং এই লিপিটিই আজ অব্দি ব্যবহার হচ্ছে।

ভাষা ব্যবহার

অসেটিয় ভাষা উত্তর ও দক্ষিণ অসেটিয়ার দাপ্তরিক ভাষা। উচ্চ মাধ্যমিকে শিক্ষাদানে এই ভাষার প্রচলন রয়েছে। এই ভাষায় পত্রিকা প্রকাশিত হয়। ২০১০ সালে এই ভাষার প্রথম বাইবেল প্রকাশ হয়।

তথ্যসূত্র

  1. এথ্‌নোলগে অসেটীয় (২২তম সংস্করণ, ২০১৯)
  2. Windfuhr 2013
  3. Lubotsky, Alex ander (2010). 'Van Sanskriet tot Spijkerschrift Breinbrekers uit alle talen'. Amsterdam : Amsterdam University Press. p. 34 ISBN 9089641793.
  4. ossetic, Ethnologue,retrieved 2019-01-08
  5. Abaev,V.I.A 'Grammatical Sketch of Ossetian' Translated by Stephen P. Hill and Edited By Herbert H. Paper(1964).1
  6. Thordarson, Fridrik 1989.Ossetic. 'Compendium Linguarum Iranicum' ed. By Rudiger Schmitt 456-479. Weisbaden:Reichert.2
  7. Abaev, V.I. """" A Grammatical Sketch of Ossetian Language. Translated by Stephan P. Hill And Edited by Herbert H Paper,19641
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.