অসুখ (চলচ্চিত্র)

অসুখ, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র।

অসুখ
পরিচালকঋতুপর্ণ ঘোষ
প্রযোজকD. Rama Naidu
শ্রেষ্ঠাংশেসৌমিত্র চট্টোপাধ্যায়
দেবশ্রী রায়
অর্পিতা পাল
শিলাজিত মজুমদার
শঙ্কর চক্রবর্তী
চিত্রগ্রাহকঅভিক মুখোপাধ্যায়
সম্পাদকAgrhyakamal Mitra
প্রযোজনা
কোম্পানি
সুরেশ প্রডাকশন্স
মুক্তি১৯৯৯
ভাষাবাংলা

গল্প

এই চলচ্চিত্রটি তারকা মেয়ে, রোহিণী (দেবশ্রী রায়) এবং তার পিতা সুধাময় (সৌমিত্র চট্টোপাধ্যায়)-এর বিভেদ নিয়ে তৈরি, যিনি অনিচ্ছাকৃতভাবে তার মেয়ের উপার্জনের উপর নির্ভরশীল। রোহিণীর মা (গৌরী ঘোষ), যাকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি হতে হয়। কেউ জানে না তিনি কোন কারণে অসুস্থ। এই অসুস্থতা রোহিণীর জীবনে বিভিন্ন ঘটনা ঘটায় এবং বাবার সাথে দূরত্ব সৃষ্টি করে।

পুরস্কার

চলচ্চিত্রটি মিম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (বিশেষ উল্লেখ) পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.