অষ্টম জাতীয় সংসদ
অষ্টম জাতীয় সংসদ (২৮ অক্টোবর ২০০১ - ২৭ অক্টোবর ২০০৬) ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে। ১০ অক্টোবর ২০০১ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয় এবং ২৯ অক্টোবর ২০০৬ সালে এই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। ২৮ অক্টোবর অষ্টম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অষ্টম জাতীয় সংসদ | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
পূর্বসূরী | সপ্তম জাতীয় সংসদ |
উত্তরসূরী | নবম জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
ডেপুটি স্পীকার | |
গঠন | |
আসন | ৩৪৫ |
রাজনৈতিক দল | সরকার(২১০)
বিরোধী দল(৮৪)
অন্যান্য
|
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | অষ্টম জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | নবম জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
সেসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের নির্বাচিত সদস্যদের নিয়েই সংসদ শুরু হয়। এরপূর্বে সংসদে সংরক্ষিত আরো ৩০টি মহিলা আসন থাকলেও এ সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছাড়াই সংসদ যাত্রা শুরু করে। জমিরুদ্দিন সরকার সংসদের স্পিকার এবং আখতার হামিদ সিদ্দিকী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ সংসদ বহাল থাকাবস্থাতেই সংসদে ‘সংবিধান বিল ২০০৪’ (চতুর্দশ সংশোধনী) পাস হয় যেখানে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে বৃদ্ধি করে ৪৫ করা হয়। এরপর সংসদে মোট সদস্য সংখ্যা ৩৪৫-এ উন্নীত হয়।[1]
৩০০টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৩টি আসনে জয়লাভ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৬২টি আসনে জয়লাভ করে বিরোধীদলের মর্যাদা পায় যাতে শেখ হাসিনা সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
নাম | আলোকচিত্র | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
জমির উদ্দিন সরকার | স্পিকার | ২৮ অক্টোবর ২০০১ - ২৫ জানুয়ারি ২০০৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
আখতার হামিদ সিদ্দিকী | ডেপুটি স্পিকার | ২৮ অক্টোবর ২০০১ - ২৫ জানুয়ারি ২০০৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
খালেদা জিয়া | সংসদ নেতা | ১০ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
একিউএম বদরুদ্দোজা চৌধুরী | সংসদ উপনেতা | ১০ অক্টোবর ২০০১ - ১৪ নভেম্বর ২০০১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
খোন্দকার দেলোয়ার হোসেন | চীফ হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
রেজাউল বারী ডিনা | হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
শহীদুল হক জামাল | হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জাহেদ আলী চৌধুরী | হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফজলুল হক আছপিয়া | হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সৈয়দ ওয়াহিদুল আলম | হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
শেখ হাসিনা | বিরোধীদলীয় নেতা | ১০ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আবদুল হামিদ | বিরোধীদলীয় উপনেতা | ১০ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আব্দুস শহীদ | বিরোধীদলীয় চীফ হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মির্জা আজম | বিরোধীদলীয় হুইপ | ২৮ অক্টোবর ২০০১ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
বীর বাহাদুর | বিরোধীদলীয় হুইপ | ২০০২ - ২৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
- "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।