অশোক চক্র (পদক)

অশোক চক্র হল ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান, যা যুুুদ্ধ ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম বা আত্মত্যাগের জন্য ভূষিত করা হয়। এটি পরমবীর চক্রের (পিভিসি) সমতুল্য এবং শত্রুর মোকাবেলা ব্যতীত " অসামান্য সাহসী বা বীরত্ব বা আত্মত্যাগ" হিসাবে ভূষিত করা হয়। সম্মানটি সাধারণত সামরিক কর্মীদের পুরস্কৃত করা হয়, অনেক সময় বেসামরিক কর্মীদেরও এই পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়।

অশোক চক্র



ভারতের শান্তিকালীন সর্বোচ্চ সামরিক সম্মান অশোক চক্র এবং এর রিবন
দেশ ভারত
পুরস্কারদাতা দেশ ভারত
ধরন পদক
যোগ্যতা *টেরিটোরিয়াল আর্মি, মিলিটারি এবং আইনানুগভাবে গঠিত অন্য যে কোনও বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনী, যে কোনও রিজার্ভ ফোর্সের সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তা, পুরুষ ও মহিলা।
  • সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যরা।
  • কেন্দ্রীয় প্যারা-মিলিটারি ফোর্সেস এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী সহ সকল স্তরের নাগরিক নাগরিক এবং পুলিশ বাহিনীর সদস্যরা।[1]
পুরস্কৃত হওয়ার কারণ সবচেয়ে স্পষ্টতই সাহসিকতার জন্য, বা শৌর্যের জন্য অন্যথায় সাহসী বা বীরত্ব বা আত্মত্যাগের জন্য পুরস্কৃত। [1]
মর্যাদা বর্তমানে পুরস্কৃত
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৯৫২
প্রথম পুরস্কৃত ১৯৫২
শেষ পুরস্কৃত ২০২১
সর্বমোট পুরস্কৃত ৮৬ (২০২১ পর্যন্ত)[2][3]
মরনোত্তর
পুরস্কারসমূহ
৬৮
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) ভারত রত্ন
সমমান পরমবীর চক্র[lower-alpha 1][5][6][7]
পরবর্তী (অধীনস্থ) পদ্মবিভূষণ[6]

নায়েক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং প্রথম অশোক চক্র দ্বারা ভূষিত হয়েছিলেন। দ্বিতীয়বার পুরস্কারটির পদক ফিতাটির জন্য একটি বার দ্বারা স্বীকৃত হয়। এই পুরস্কারটির পরবর্তী পুরস্কারগুলি হল কীর্তি চক্রশৌর্য চক্র

ইতিহাস

পদকটি মূলত ১৯৫২ সালের ৪ জানুয়ারীতে "অশোকচক্র, প্রথম শ্রেণি" হিসাবে শান্তিকালীন সাহসী সম্মাননা পুরস্কারের ত্রি-শ্রেণির ক্রমের প্রথম পদক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৭ সালে, এই সম্মাননা পুরস্কারগুলিকে "শ্রেণিবদ্ধ" সিস্টেম থেকে সরানো হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছিল অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র। সম্মাননা পুরস্কার সম্পর্কে স্বাধীন ভারতীয় দৃষ্টিভঙ্গি বোঝার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি পদ্ম বিভূষণ সিরিজ, বিশিষ্ট পরিষেবা মেডেল সিরিজ, জীবন রক্ষাকারী মেডেল সিরিজ এবং প্রতিরক্ষা সুরক্ষা কর্পস পদক সিরিজের পরিবর্তনের দিকে পরিচালিত করবে।

১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার অশোক চক্র প্রাপকদের জন্য এক মাসিক উপবৃত্তি চালু করে ১৪০০ টাকা । জম্মু ও কাশ্মীর ১৫০০ টাকার নগদ পুরস্কার এই পুরস্কার প্রাপকদের জন্য।

সংক্ষিপ্ত বিবরণ

অভিমুখে: বৃত্তাকার সোনার গিল্ট, ১-৩ /৮ ইঞ্চি  ব্যাস। কেন্দ্রে অশোকের চক্র (চাকা), চারদিকে পদ্ম পুষ্পস্তবক অর্পিত এবং অলঙ্কৃত প্রান্তযুক্ত স্ট্রেইট বার সাসপেন্ডার দ্বারা স্থগিত।মেডেলের প্রান্তে নামকরণ করা হয়েছে ।

বিপরীতে: মাঝখানে ফাঁকা, পদকের উপরের প্রান্তে হিন্দিতে এবং নিম্ন প্রান্তে ইংরেজিতে "অশোক চক্র" নাম খোদিত থাকে। দুপাশে রয়েছে পদ্মের নকশা। কেন্দ্রটি ফাঁকা, সম্ভবত এই পুরস্কারের বিবরণ সেখানে খোদাই করা যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে। ১৯৬৭-এর পূর্বের পুরস্কারগুলিতে ক্লাসের কোনও ইঙ্গিত নেই এবং প্রকৃতপক্ষে এই পদক এবং ১৯৬৭-পরবর্তী পুরস্কারগুলির মধ্যে কোনও পার্থক্য নেই।

ফিতা: ৩২ মিমি দৈর্ঘ্যৈর, একটি ঘন সবুজ রঙের ফিতে  সঙ্গে কেন্দ্রে ২ মিমি দৈর্ঘ্যের কমলা রঙের ফিতে।

আজ অবধি, ৮৩ জনকে "অশোক চক্র" ভূষিত করা হয়েছে। [3]

অশোক চক্র প্রাপক

মূল
# মরণোত্তর সম্মানের ইঙ্গিত দেয়
List of award recipients, showing the year
বছর পদমর্যাদা প্রাপক সেবা Refs.
২০২১ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বাবু রাম # জম্মু ও কাশ্মীর পুলিশ
২০১৯ ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানী # ভারতীয় সেনাবাহিনী [8]
২০১৮ কর্পোরাল জ্যোতি প্রকাশ নিরালা # ভারতীয় বিমানবাহিনী
২০১৭ হাবিলদার হঙ্গপন দাদা # ভারতীয় সেনাবাহিনী
২০১৬ ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী # ভারতীয় সেনাবাহিনী
২০১৪ মেজর মুকুন্দ ভরদারাজন # ভারতীয় সেনাবাহিনী
নায়েক নীরজ কুমার সিং # ভারতীয় সেনাবাহিনী
সাব-ইন্সপেক্টর কে. প্রসাদ বাবু # অন্ধ্রপ্রদেশ পুলিশ [9]
২০১২ লেফটেন্যান্ট নভদীপ সিং # ভারতীয় সেনাবাহিনী
২০১১ মেজর (ডা:) লইশরাম জ্যোতিন সিং # ভারতীয় সেনাবাহিনী
২০১০ হাবিলদার রাজেশ কুমার # ভারতীয় সেনাবাহিনী
মেজর ডি শ্রীরাম কুমার ভারতীয় সেনাবাহিনী
মেজর মোহিত শর্মা # ভারতীয় সেনাবাহিনী [10]
২০০৯ হাবিলদার বাহাদুর সিং বোহরা # ভারতীয় সেনাবাহিনী
জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেমান্ত কারকারে # ভারতীয় পুলিশ সেবা
ইন্সপেক্টর বিজয় সালাসকার # মহারাষ্ট্র পুলিশ সেবা
এডিশনাল কমিশনার অফ পুলিশ অশোক কামটে# ভারতীয় পুলিশ সেবা
অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তুকারাম ওম্বলে # মহারাষ্ট্র পুলিশ সেবা
হাবিলদার গজেন্দ্র সিং বিশট # ভারতীয় সেনাবাহিনী
মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন # ভারতীয় সেনাবাহিনী
ইন্সপেক্টর মোহন চন্দ শর্মা # দিল্লি পুলিশ
কর্নেল জোজন থমাস # ভারতীয় সেনাবাহিনী [11]
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আর. পি. ডিয়েংডো # মেঘালয় পুলিশ
অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফ পুলিশ প্রমোদ কুমার শতপথী # ওড়িশা পুলিশ
২০০৮ মেজর দীনেশ রঘু রমন # ভারতীয় সেনাবাহিনী
২০০৭ ক্যাপ্টেন রাধাকৃষ্ণণ নায়ার হর্ষন # ভারতীয় সেনাবাহিনী
নায়েব সুবেদার চুনি লাল # ভারতীয় সেনাবাহিনী
কর্নেল বসন্ত বেনুগোপাল # ভারতীয় সেনাবাহিনী
২০০৪ লেফটেন্যান্ট ত্রিবেণী সিং # ভারতীয় সেনাবাহিনী
প্যারাট্রুপার সংযোগ ছেত্রি # ভারতীয় সেনাবাহিনী
২০০৩ সুবেদার মেজর (অ্যাসিস্ট্যান্ট কমান্ডার গ্রেড I) সুরেশ চন্দ যাদব # ভারতীয় সেনাবাহিনী
২০০২ সুবেদার সুরিন্দর সিং # ভারতীয় সেনাবাহিনী
নায়েক রামবীর সিং তোমার # ভারতীয় সেনাবাহিনী
২০০১ শ্রী জগদীশ প্রসাদ যাদব # সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রাজ্য সভা সেক্রেটারিয়েট
শ্রী মতবর সিং নেগী # সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রাজ্য সভা সেক্রেটারিয়েট
কনস্টেবল কমলেশ কুমারী # সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
২০০০ মেজর সুধীর কুমার ওয়ালিয়া # ভারতীয় সেনাবাহিনী
১৯৯৭ সেকেন্ড লেফটেন্যান্ট পুনিত নাথ দত্ত # ভারতীয় সেনাবাহিনী
লেফটেন্যান্ট কর্নেল শান্তি স্বরূপ রানা # ভারতীয় সেনাবাহিনী
১৯৯৬ ক্যাপ্টেন অরুণ সিং জাসরোটিয়া # ভারতীয় সেনাবাহিনী
১৯৯৫ মেজর রাজীব কুমার জুন # ভারতীয় সেনাবাহিনী
সুবেদার সুজ্জন সিং # ভারতীয় সেনাবাহিনী
লেফটেন্যান্ট কর্নেল হর্ষ উদয় সিং গৌর # ভারতীয় সেনাবাহিনী
১৯৯৪ কর্নেল নীলকান্তন জয়চন্দ্রন নায়ার # ভারতীয় সেনাবাহিনী
১৯৯৩ সেকেন্ড লেফটেন্যান্ট রাকেশ সিং# ভারতীয় সেনাবাহিনী [12]
১৯৯২ ক্যাপ্টেন সন্দীপ শঙ্কলা # ভারতীয় সেনাবাহিনী
১৯৯১ পুলিশ অফিসার রনধীর প্রসাদ বর্মা # ভারতীয় পুলিশ সেবা
১৯৮৭ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নীরজা ভানোট # প্যান এএম
১৯৮৬ শ্রী বিজয় জাগিরদার # ভারতীয় সিভিলিয়ান
১৯৮৫ ল্যান্স হাবিলদার ছেরিং মুতুপ ভারতীয় সেনাবাহিনী
নায়েক নির্ভয় সিং # ভারতীয় সেনাবাহিনী
নায়েক ভবানী দত্ত জোশী # ভারতীয় সেনাবাহিনী
লেফটেন্যান্ট রাম প্রকাশ রোপরিয়া # ভারতীয় সেনাবাহিনী
ক্যাপ্টেন যশবীর সিং রায়না ভারতীয় সেনাবাহিনী
মেজর ভূকান্ত মিশ্র # ভারতীয় সেনাবাহিনী
১৯৮৪ স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ভারতীয় বিমানবাহিনী
ফ্লাইট ইঞ্জিনিয়ার গেননেডি স্ট্রেকালভ সোভিয়েত ফ্লাইট ইঞ্জিনিয়ার
কর্নেল ইউরি মাল্যসেভ সোভিয়েত বিমানবাহিনী
১৯৮১ সেকেন্ড লেফটেন্যান্ট সাইরাস অ্যাডি পিঠাওয়ালা ভারতীয় সেনাবাহিনী
১৯৭৪ শ্রী মুন্নি লাল # ভারতীয় সিভিলিয়ান
নায়েব সুবেদার গুরনাম সিং # ভারতীয় সেনাবাহিনী
১৯৭২ শ্রী ভূরে লাল মধ্যপ্রদেশ পুলিশ
ক্যাপ্টেন উম্মেদ সিং মাহরা # ভারতীয় সেনাবাহিনী
১৯৭১ শ্রী বৈজনাথ সিং # ভারতীয় সিভিলিয়ান
১৯৬৯ ক্যাপ্টেন যশ রাম সিং ভারতীয় সেনাবাহিনী
১৯৬৮ শ্রী তখৎ সিং ভারতীয় সিভিলিয়ান
শ্রী লখন সিং ভারতীয় সিভিলিয়ান
শ্রী হুকুম সিং ভারতীয় সিভিলিয়ান
শ্রী গোবিন্দ সিং ভারতীয় সিভিলিয়ান
শ্রী ধনপথ সিং ভারতীয় সিভিলিয়ান
১৯৬৭ হেড কনস্টেবল শঙ্কর লাল শ্রীবাস্তব # মধ্যপ্রদেশ পুলিশ
১৯৬৫ শ্রী তেজ সিং # ভারতীয় সিভিলিয়ান
শ্রী লজ্জা রাম # ভারতীয় সিভিলিয়ান
শ্রী চমন লাল # ভারতীয় সিভিলিয়ান
শ্রী পুরষোত্তম # ভারতীয় সিভিলিয়ান
১৯৬২ সুবেদার মেজর খরকা বাহাদুর লিম্বু # ভারতীয় সেনাবাহিনী
ক্যাপ্টেন মান বাহাদুর রাই ভারতীয় সেনাবাহিনী
১৯৫৮ ক্যাপ্টেন এরিক জেমস টাকার # ভারতীয় সেনাবাহিনী
১৯৫৭ লেফটেন্যান্ট কর্নেল জগন্নাথ রাওজি চিত্নিস # ভারতীয় সেনাবাহিনী
সেকেন্ড লেফটেন্যান্ট পোলুর মুথুস্বামী রমন # ভারতীয় সেনাবাহিনী
হাবিলদার জোগিন্দর সিং # ভারতীয় সেনাবাহিনী
১৯৫৬ ল্যান্স নায়েক সুন্দর সিং ভারতীয় সেনাবাহিনী
১৯৫৫ পাইলট দামোদর কাশীনাথ জাঠার # এয়ার ইন্ডিয়া
১৯৫২ ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস ভারতীয় বিমানবাহিনী
হাবিলদার বচিত্তর সিং # ভারতীয় সেনাবাহিনী
নায়েক নরবাহাদুর থাপা ভারতীয় সেনাবাহিনী [13]

তথ্যসূত্র

  1. Though the Ashoka Chakra is placed below the PVC in order of wear, it is considered as a peacetime equivalent to Param Vir Chakra (or PVC).[4]
  1. http://www.indianarmy.gov.in/Site/FormTemplete/frmTempSimple.aspx?MnId=p6xUHC5yMgV3Tyuw9ZIb6w==&ParentID=tFRV4t12pKRhSFm2sMq5yQ==
  2. "Awardees - Gallantry Awards"gallantryawards.gov.in। ৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০
  3. https://timesofindia.indiatimes.com/india/martyred-corporal-jyoti-prakash-nirala-joins-elite-iaf-club-tomorrow/articleshow/62647401.cms
  4. "Awards Warb" (পিডিএফ)Ministry of Home Affairs (India)। পৃষ্ঠা 1। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬
  5. Chakravorty 1995, পৃ. 40।
  6. "Precedence Of Medals"indianarmy.nic.in/। Indian Army। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪
  7. "Precedence of Medals"। Indian Army। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪
  8. "411 Republic Day Gallantry and Other Defence Decorations Announced"pib.nic.in। Press Information Bureau, Government of India।
  9. "The President, Shri Pranab Mukherjee giving away the highest gallantry award Ashok Chakra to Shri K. Venkatraman father of the Reserve Inspector, Govt. of Andhra Pradesh, Shri K.L.V.S.S.H.N.V. Prasad Babu, (Posthumous), during the 65th Republic Day Parade 2014, in New Delhi on January 26, 2014."। Press Information Bureau, India। ২৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭
  10. "Ashoka Chakra recipients (2009–16)"। Indian Army Web Portal। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭
  11. "Ashoka Chakra awardees and their saga of gallantry" (সংবাদ বিজ্ঞপ্তি)। Press Information Bureau, India। ২৫ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭
  12. "Ashoka Chakra recipients (1993–2009)"। Indian Army Web Portal। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭
  13. "Ashoka Chakra recipients (1952–92)"। Indian Army Web Portal। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.