অল দ্য প্রেসিডেন্ট্স মেন (চলচ্চিত্র)
অল দ্য প্রেসিডেন্ট্স মেন ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রাজনৈতিক জীবনীনির্ভর নাট্যধর্মী চলচ্চিত্র। এটি তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের অভিশংসিত হওয়ার অন্যতম কারণ ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের দুই অনুসন্ধানী সাংবাদিক কার্ল বার্নস্টিন ও বব উডওয়ার্ডের ১৯৭৪ সালে একই নামের বাস্তব কাহিনিভিত্তিক বই অবলম্বনে নির্মিত। উইলিয়াম গোল্ডম্যানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যালান জে. পাকুলা।
অল দ্য প্রেসিডেন্ট্স মেন | |
---|---|
All the President's Men | |
পরিচালক | অ্যালান জে. পাকুলা |
প্রযোজক | ওয়াল্টার কোবলেঞ্জ |
চিত্রনাট্যকার | উইলিয়াম গোল্ডম্যান |
উৎস | কার্ল বার্নস্টিন বব উডওয়ার্ড কর্তৃক অল দ্য প্রেসিডেন্ট্স মেন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ডেভিড শায়ার |
চিত্রগ্রাহক | গর্ডন উইলিস |
সম্পাদক | রবার্ট এল. উল্ফ |
প্রযোজনা কোম্পানি | ওয়াইল্ডউড এন্টারপ্রাইজ |
পরিবেশক | ওয়ার্নার ব্রস. |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৮.৫ মিলিয়ন |
আয় | $৭০.৬ মিলিয়ন[1] |
চলচ্চিত্রটিতে ডাস্টিন হফম্যান বার্নস্টিন এবং রবার্ট রেডফোর্ড উডওয়ার্ড চরিত্রে অভিনয় করেন। রেডফোর্ডের ওয়াইল্ডউড এন্টারপ্রাইজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন ওয়াল্টার কোবলেঞ্জ।
চলচ্চিত্রটি ৮টি বিভাগে একাডেমি পুরস্কার, ৪টি বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং ১০টি বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করে। ২০১০ সালে চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনা করে লাইব্রেরি অব কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[2][3]
অভিনয়শিল্পীগণ
- ডাস্টিন হফম্যান - কার্ল বার্নস্টিন
- রবার্ট রেডফোর্ড - বব উডওয়ার্ড
- জ্যাক ওয়ার্ডেন - হ্যারি এম. রোজেনফেল্ড
- মার্টিন বালসাম - হাওয়ার্ড সিমন্স
- হ্যাল হলব্রুক - "ডিপ থ্রোট"
- জেসন রবার্ডস - বেন ব্র্যাডলি
- জেন আলেকজান্ডার - জুডি হোব্যাক মিলার
- স্টিফেন কলিন্স - হিউ ডাব্লিউ. স্লোয়ান জুনিয়র
- নেড বেটি - মার্টিন ডার্ডিস
- মেরেডিথ ব্যাক্সটার - ডেবরা মারি স্লোয়ান
- পেনি ফুলার - স্যালি এইকেন
- পেনি পেইসার - শ্যারন লিয়ন্স
- লিন্ডসে ক্রুজ - কে এডি
- রবার্ট ওয়াল্ডেন - ডোনাল্ড সাগ্রেট্টি
- এফ. মারি আব্রাহাম - সার্জেন্ট পল লিপার
- ডেভিড আর্কিন - ইউজিন বাচিন্স্কি
- রিচার্ড হার্ড - জেমস ডাব্লিউ. ম্যাকর্ড জুনিয়র (ওয়াটারগেটের চোর)
- হেনরি কালভার্ট - বার্নার্ড বার্কার (ওয়াটারগেটের চোর)
- ডোমিনিক চাইনিজ - ইউজেনিও মার্টিনেজ (ওয়াটারগেটের চোর)
- রন হেল - ফ্র্যাঙ্ক স্টার্জিস (ওয়াটারগেটের চোর)
- নেট এসফর্মস - ভার্জিলিও আর. গোন্সালেস (ওয়াটারগেটের চোর)
- নিকোলাস কোস্টার - মার্কহ্যাম
- জশুয়া শেলি - অ্যাল লুইস
- রাফ উইলিয়ামস - রে স্টোবেন
- জিন লিন্ডসি - অ্যালফ্রেড ডি. বল্ডউইন
- পলি হলিডে - ডার্ডিসের অফিস সহকারী
- ক্যারল ট্রোস্ট - বেন ব্র্যাডলির অফিস সহকারী
- জেমস ক্যারেন - হিউ স্লোয়ানের অ্যাটর্নি
- ব্যাসিল হফম্যান - সহকারী মেট্রো সম্পাদক
- স্ট্যানলি বেনেট ক্লে - সহকারী মেট্রো সম্পাদক
- জন ম্যাকমার্টিন - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
- জন ডেভলিন - মেট্রো সম্পাদক
- পল ল্যামবার্ট - জাতীয় বিষয়ক সম্পাদক
- রিচার্ড ভেঞ্চার - সহকারী মেট্রো সম্পাদক
- জন ফারলং - বার্তা সম্পাদক
- ভ্যালেরি কার্টিন - মিস মিল্যান্ড
- জেস অসুনা - জো (এফবিআই এজেন্ট)
- অ্যালিন অ্যান ম্যাকলেরি - ক্যারোলিন অ্যাবট
- ক্রিস্টোফার মারি - আলোকচিত্র সহকারী
- ফ্র্যাঙ্ক উইলস - স্বয়ং (ওয়াটারগেট কমপ্লেক্সের প্রকৃত নিরপত্তা রক্ষী)
- ক্যারা ডাফ-ম্যাকরমিক - ট্যামি উলরিখ
- জন র্যান্ডলফ - জন মিচেল (কণ্ঠ)
মূল্যায়ন
বক্স অফিস
অল দ্য প্রেসিডেন্ট্স মেন প্রথম সপ্তাহে ৬০৪টি প্রেক্ষাগৃহ থেকে $৭,০১৬,০০১ আয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষস্থান দখল করে।[4][5] এটি সবমিলিয়ে বক্স অফিসে $৭০.৬ মিলিয়ন আয় করে।[1]
সমালোচনামূলক প্রতিক্রিয়া
চলচ্চিত্রটি মুক্তির সময়ে শিকাগো সান-টাইমস-এর রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এর মধ্যে ৩+১⁄২ তারকা প্রদান করেন এবং লিখেন "এতে সাংবাদিকতা নিয়ে সবচেয়ে পর্যবেক্ষণধর্মী গবেষণা করা হয়েছে, যা আমরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কখনো দেখিনি। এবং এটি উল্লাস, মানসিক ভ্রম, আত্ম-সন্দেহ, ও সাহসের সংমিশ্রণে সফল হয়েছে যা দ্য ওয়াশিংটন পোস্ট-এর দুই প্রতিবেদককে রাষ্ট্রপতির পিছনে লাগতে অনুমতি দিয়েছে।"[6] ভ্যারাইটি "বিচক্ষণ পরিচালনা ও লেখনীর" প্রশংসা করে যা নাটকীয়তার কমতিকে পূরণ করেছে।[7] শিকাগো রিডার-এর ডেভ কার চলচ্চিত্রটির লেখনীর সমালোচনা করেন এবং একে "একগেঁয়ে" ও "ব্যর্থ সম্ভাবনার অধ্যয়ন" বলে আখ্যায়িত করেন।"[8]
স্বীকৃতি
- এএফআইয়ের ১০০ বছর...১০০ রোমাঞ্চ - #৫৭
- এএফআইয়ের ১০০ বছর...১০০ নায়ক ও খলনায়ক:
- বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টিন - #২৭
- এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্রের উক্তি
- "ফলো দ্য মানি" - মনোনীত
- এএফআইয়ের ১০০ বছর...১০০ উল্লাস - #৩৪
- এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্র: ১০ম বার্ষিকী সংস্করণ - #৭৭
তথ্যসূত্র
- "All the President's Men, Box Office Information"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- "Hollywood Blockbusters, Independent Films and Shorts Selected for 2010 National Film Registry"। Library of Congress, Washington, D.C. 20540 USA। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- "Complete National Film Registry Listing | Film Registry | National Film Preservation Board | Programs at the Library of Congress | Library of Congress"। Library of Congress, Washington, D.C. 20540 USA। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
- "First Week In Only 604 Theatres (advertisement)"। ভ্যারাইটি। এপ্রিল ২১, ১৯৭৬। পৃষ্ঠা ৮।
- "50 Top-Grossing Films"। ভ্যারাইটি। এপ্রিল ২১, ১৯৭৬। পৃষ্ঠা ১১।
- ইবার্ট, রজার (জানুয়ারি ১, ১৯৭৬)। "All the President's Men"। RogerEbert.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
- "All the President's Men"। ভ্যারাইটি। ডিসেম্বর ৩১, ১৯৭৫। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
- কার, ডেভ। "All the President's Men"। শিকাগো রিডার। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
- All The President's Men essay by Mike Canning at National Film Registry
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অল দ্য প্রেসিডেন্ট্স মেন (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে অল দ্য প্রেসিডেন্ট্স মেন
- অলমুভিতে অল দ্য প্রেসিডেন্ট্স মেন (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে অল দ্য প্রেসিডেন্ট্স মেন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অল দ্য প্রেসিডেন্ট্স মেন (ইংরেজি)
- Slovick, Matt (১৯৯৬)। "'All the President's Men'"। The Washington Post।
- "Cinema: Watergate on Film"। Time। মার্চ ২৯, ১৯৭৬। মে ১৯, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৫, ২০২১।
- Lyman, Rick (ফেব্রুয়ারি ১৬, ২০০১)। "WATCHING MOVIES WITH/Steven Soderbergh; Follow the Muse: Inspiration To Balance Lofty and Light"। The New York Times।
- Savlov, Marc (এপ্রিল ১৫, ২০১১)। "From the Watergate Break-in to a Broken News Media"। The Austin Chronicle।
- Ann Hornaday, "The 34 best political movies ever made" The Washington Post Jan. 23, 2020), ranked #2
টেমপ্লেট:অ্যালান জে. পাকুলা টেমপ্লেট:উইলিয়াম গোল্ডম্যান টেমপ্লেট:রিচার্ড নিক্সন