অলিম্পিকে তাজিকিস্তান

তাজিকিস্তান স্বাধীন দেশ হিসাবে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৯৬ সালে এবং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ২০০২ সালে। তাজিকিস্তান তারপর থেকে সকল গেমসে প্রতিনিধি পাঠিয়ে আসছে। আন্দ্রেই ড্রাইজিন দেশের একমাত্র ক্রীড়া হিসাবে ২০০২, ২০০৬ ও ২০১০ শীতকালীন গেমসে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

অলিম্পিক গেমসে তাজিকিস্তান

তাজিকিস্তানের জাতীয় পতাকা
আইওসি কোড  TJK
এনওসি National Olympic Committee of the Republic of Tajikistan
ওয়েবসাইটwww.olympic.tj (তাজিক)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ২০০২
  • ২০০৬
  • ২০১০
  • ২০১৪
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 রুশ সাম্রাজ্য (১৯০০–১৯১২)
 সোভিয়েত ইউনিয়ন (১৯৫২–১৯৮৮)
 সমন্বিত দল (১৯৯২)

১৯৮৮ সালে পর্যন্ত তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯২২ গেমসে সমন্বিত দলের অংশ হিসাবে অংশগ্রহণ করে।

তাজিক ক্রীড়াবিদগণ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৩ টি পদক জিতেছে। প্রথম পদক জিতে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পুরুষদের ৭৩ কেজি বিভাগে। শীতকালীন গেমসে এখনো কোন পদক জিততে পারেনি।

তাজিকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটি ১৯৯২ সালে গঠিত হয় এবং ১৯৯৩ সালে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করে।

পদক তালিকা

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক

গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
১৯০০–১৯১২  রুশ সাম্রাজ্য (RU1) এর অংশ হিসাবে
১৯৫২–১৯৮৮ সোভিয়েত ইউনিয়ন (URS) এর অংশ হিসাবে
১৯৯২ বার্সেলোনা সমন্বিত দল (EUN) এর অংশ হিসাবে
১৯৯৬ আটলান্টা
২০০০ সিডনি
২০০৪ এথেন্স
২০০৮ বেইজিং
২০১২ লন্ডন
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
কুস্তি
মুষ্টিযুদ্ধ
জুডো
মোট

আরও দেখুন

বহিঃসংযোগ

  • "Tajikistan"। International Olympic Committee।
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Olympic Medal Winners"। International Olympic Committee।
  • "Tajikistan"। Sports-Reference.com। ২০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.