অলিম্পিকে আলবেনিয়া
আলবেনিয়া প্রথম ১৯৭২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। এরপর চারটি গেমস তারা অংশগ্রহণ করেনি, যার মধ্যে ২ টি (১৯৮০ ও ১৯৮৪ গেমস) বয়কটের কারণে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু ১৯৯২ বার্সেলোনা গেমসে ফিরে আসে। এরপরের সকল গেমসে আলবেনিয়া প্রতিনিধিত্ব করে আসছে। ২০০৬ সালে শীতকালীন অলিম্পিক গেমসে আলবেনিয়ার অভিষেক হয়।[1] আলবেনিয়া সাধারণত সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, শ্যুটিং ও কুস্তি ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে এখনো পর্যন্ত কোন পদক অর্জন করতে পারেনি। জাতীয় অলিম্পিক কমিটি অব আলবেনিয়া ১৯৭২ সালে গঠিত হয় এবং একই সালে আইওসির স্বীকৃতি লাভ করে।
অলিম্পিক গেমসে আলবেনিয়া | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
|
||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
পদক তালিকা
আরও দেখুন
- প্যারালিম্পিকে আলবেনিয়া
- শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশসমূহের তালিকা
তথ্যসূত্র
- "Albania at the 2006 Winter Olympics"। Sports Reference। ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.