অলিম্পিকে অ্যান্ডোরা
অ্যান্ডোরা অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে ১৯৭৬ সালে।[1] ১৯৭৬ থেকে ২০১২ পর্যন্ত সকল গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
অলিম্পিক গেমসে অ্যান্ডোরা | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
|
||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
অ্যান্ডোরার ক্রীড়াবিদগণ এখনও কোন পদক জিততে পারেনি। তারা সাধারণত সাইক্লিং, সাঁতার, অ্যাথলেটিকস, শ্যুটিং এবং জুডোতে অংশগ্রহণ করে থাকে।
পদক তালিকা
গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
|
শীতকালীন গেমস অনুযায়ী পদক
|
তথ্যসূত্র
- Andorra at the Olympics ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ আগস্ট ২০১৭ তারিখে, The Telegraph
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.