অলকা যাজ্ঞিক

অলকা যাজ্ঞিক (গুজরাটি: અલકા યાજ્ઞિક; জন্ম: ২০ মার্চ ১৯৬৬) একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তিনি প্রায় ১০০০ ভারতীয় চলচ্চিত্রে গান গেয়েছেন এবং প্রায় ২০০০ গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান ৭ বার। ২ বার তিনি সম্মানজনক জাতীয় ফিল্ম এওয়ার্ডস পান। তাছাড়া তিনি আরও অনেক সংগীত পুরস্কারে ভূষিত হন। তাকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ গায়িকার জন্য রেকর্ড পরিমাণ ৩৫ বার মনোনয়ন করা হয়েছিল।

অলকা যাজ্ঞিক
যাজ্ঞিক ১১তম ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার ২০১১
যাজ্ঞিক ১১তম ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার ২০১১
প্রাথমিক তথ্য
জন্ম (1966-03-20) ২০ মার্চ ১৯৬৬
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনবলিউড এবং আঞ্চলিক ক্যামেরা ট্রায়াল নেপথ্য গায়িকা
পেশাকণ্ঠশিল্পী
বাদ্যযন্ত্রকন্ঠ
কার্যকাল১৯৮০-বর্তমান

জন্ম ও শিক্ষাজীবন

যাজ্ঞিক ১৯৬৬ সালের ২০ মার্চ কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা শোভা যাজ্ঞিক ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। তিনি মডার্ন বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ১৯৭২ সালে মাত্র ৬ বছর বয়সে তিনি আকাশবাণী (অল ইন্ডিয়া রেডিও) কলকাতাতে গানের যাত্রা শুরু করেন। ১০ বছর বয়সে তার মা তাকে শিশু শিল্পী হিসেবে মুম্বই নিয়ে আসেন।

সঙ্গীত জীবন

বলিউড গানসমূহ

বছরছবির নামগানের নামসহ-শিল্পীসঙ্গীত পরিচালক
২০১৩বম্বে টকিজবম্বে টকিজকবিতা কৃষ্ণমূর্তি, শান, সুখবিন্দর সিংহ, মোহিত চৌহানঅমিত ত্রিবেদী
২০১৩কাশ তুম হোতেsamratশানরাম বর্মা
২০১২ইটস রকিং দার্দ-এ-ডিসকো“মোহব্বাতেঁ”জুবিন গার্গবাপ্পি লাহিড়ী
২০১২রজনিগন্ধা (গজল)“ক্যায়া পুকারে”, ক্যায়া কহে হম তুমহে”, রজনিগন্ধা সে মিখি”হরিহরণ, উস্তাদ রশিদ খানসুদীপ ব্যানার্জী
২০১২রং (অ্যালবাম)“হাওয়া নে ইয়ে পয়গাম”সলোনাদিম – শ্রাবণ
২০১১ক্যায়া এহী সচ হ্যায়“উদাকাই মুঝকো ইয়ে হাউয়া”সলোনির্মল অগুসতায়া
২০১১শিভম“ক্যায়া ইয়ে নজরে হ্যায় গুমসুম”, খওয়ে সে হম খোয়ে সে হম”সলো, উদিত নারায়ণরমেন বড়ই
২০১১ইক হী রাস্তা“মহামারী গজব ভয়া রমা”উদিত নারায়ণপুরি জগন্নাথ
২০১১মাই হ্যামব্যান্ড ওয়াইফ“জিটনা বানা সাকু ডিয়ানা”বাবুল সুপ্রিয়দিনেশ অর্জুনা
২০১০ট্রাম্প কার্ডতুম্হারে লিয়েকুণাল গাঞ্জাওয়ালা
১৯৯৩খলনায়কচোলি কে পিচে ক্যায়া হ্যায়ইলা অরুণলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.