অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (সংক্ষেপে ইআরডি) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগের অন্যতম। মন্ত্রণালয়ের অন্য তিনটি বিভাগ হলো: অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগঅভ্যন্তরীণ সম্পদ বিভাগ[1] আ হ ম মোস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী। শরিফা খান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বর্তমান সচিব হিসেবে কর্মরত আছেন।[2] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐকান্তিক ইচ্ছায় বৈদেশিক অর্থায়ন (অনুদান, ঋণ, কারিগরি সহায়তা) কার্যক্রমকে তত্ত্বাবধান করার লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ হিসেবে বহিঃসম্পদ বিভাগ স্থাপিত হয়। পরবর্তীতে বহিঃসম্পদ বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। উল্লেখ্য যে, ১৯৯০ সালে বহিঃসম্পদ বিভাগকে ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ হিসেবে নামকরণ করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
গঠিত১৯৭৬
সদরদপ্তরপরিকল্পনা কমিশন চত্বর, শেরে বাংলা নগর, ঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটerd.gov.bd

গঠন

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ১০টি অনুবিভাগের সমন্বয়ে গঠিত। অনুবিভাগসমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :

উইং-১: আমেরিকা ও জাপান
উইং-২: বিশ্বব্যাংক
উইং-৩: প্রশাসন ও মধ্যপ্রাচ্য
উইং-৪: জাতিসংঘ
উইং-৫: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
উইং-৬: সমন্বয় ও নরডিক
উইং-৭: ইউরোপ
উইং-৮: এশিয়া ও জেইসি, ফেলোশিপ ও ফাউন্ডেশন
উইং-৯: ফাবা (Foreign Aid Budget and Accounts)
উইং-১০: ডেভেলপমেন্ট ইফেক্টিভনেস।

তথ্যসূত্র

  1. "AFI members"AFI Global। ২০১১-১০-১০। ২০১২-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০২-১৭
  2. "অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব শরিফা খান"dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.