অর্জুন রামপাল

অর্জুন রামপাল (জন্ম: ২৬ নভেম্বর, ১৯৭২), একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক। তিনি বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। ২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাভিনয়ে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য রামপাল ফিল্মফেয়ার বেস্ট মেল ডেব্যু এর মনোনয়ন লাভ করেন। তিনি দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, অসম্ভব, ইয়াকিন, ওম শান্তি ওম, রক অন!!, হাউজফুল, রা ওয়ান প্রভূতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রক অন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সহ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। অর্জুনের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম চেজিং গণেষা ফিল্মস[1]

অর্জুন রামপাল
Arjun Rampal at the First look launch of 'Heroine' 10.jpg
অর্জুন রামপাল, ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র মুক্তির প্রাক্কালে
জন্ম (1972-11-26) ২৬ নভেম্বর ১৯৭২
জাবালপুর, ভারত
পেশামডেল, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন২০০১ থেকে বর্তমান
দাম্পত্য সঙ্গীমেহ্র জেসিয়া রামপাল (১৯৯৮–২০১৫-বিচ্ছেদ)

চলচ্চিত্র তালিকা

অভিনেতা

সাল চলচ্চিত্র চরিত্র টিকা
২০০১পিয়ার ইশক অর মোহাব্বাত গৌরব সাক্সেনাNominatedFilmfare Award for Best Male Debut
Won - Star Screen Award for Most Promising Newcomer – Male
Won - Star Debut of the Year - Male
২০০১মোক্ষবিক্রম সেহগাল
২০০১দিওয়ানাপানাসুরাজ সাক্সেনাNominated - Zee Cine Award for Best Male Debut
Won - Star Screen Award for Most Promising Newcomer – Male
২০০২আঁখেঙঅর্জুন বর্মা
২০০২দিল হ্যায় তুমহারাদেব খান্না
২০০৩দিল কা রিশতাজয় মেহতা
২০০৩তাহজিবসেলিম মির্জা
২০০৪অসম্ভবক্যাপ্টেন আদিত্য আরিয়া
২০০৫বাঁধারাহুল
২০০৫এলানঅর্জুন শ্রীবাস্তব
২০০৫ইয়াকিননিখিল ওবেরয়
২০০৫এক আজনবীশেখর বর্মা
২০০৬হামকো তুমসে পিয়ার হ্যায়বাবু রোহিতদেরিতে মুক্তিপ্রাপ্ত
২০০৬ডরনা জরুরী হ্যায়কুনাল
২০০৬কাভি আলবিদা না কেহনাজয়ক্যামিও
২০০৬ডন: দ্যা চেজ বিগিনস এগেইনজাসজিত
২০০৬আলাগ'সবসে আলাগ' গানে বিশেষ উপস্থিতি
২০০৬আই সি ইউরাজ জয়শাল ( ব্রিটিশ রাজ)
২০০৭হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেডজিগণেশবিশেষ উপস্থিতি
২০০৭ওম শান্তি ওমমুকেশ ''মাইক'' মেহরা
২০০৮রক অন!!জোসেফজাতীয় চলচ্চিত্র পুরস্কার - সহ অভিনেতা

ফিল্মফেয়ার পুরস্কার

২০০৮দ্যা লাস্ট ইয়ারসিদ্ধার্থ
২০০৮এমিরায়ান
২০০৯ফক্সকাপুর
২০১০হাউজফুলমেজর কৃষ্ণা রাও
২০১০রাজনীতিপৃথ্বিরাজNominatedFilmfare Award for Best Supporting Actor
২০১০উই আর ফ্যামিলিআমান
২০১১রাসক্যালসএন্থনি
২০১১রা.ওয়ানরা.ওয়ান
২০১২হিরোইনআরিয়ান খান্না
২০১২চক্রব্যুহএসপি আদিল খান
২০১২আজব গজব লাভকরন সিং চৌহান/ অর্জুন সিং চৌহান
২০১৩ইঙ্কাররাহুল বর্মা
২০১৩ডি-ডেরুদ্র প্রতাপ সিং
২০১৩সত্যাগ্রহঅর্জুন
২০১৫রয়কবির গ্রেয়াল
২০১৬রক অন ২!!TBA

প্রযোজক

সাল চলচ্চিত্র
২০০৬আই সি ইউ

গায়ক

টেলিভিশান উপস্থাপক

ব্যক্তিগত জীবন

অর্জুন রামপাল সাবেক মিস ইন্ডিয়া এবং সুপার মডেল মেহ্র জেসিয়া কে বিয়ে করেন। তাদের দুই কন্যা আছে; মাহিক্কা এবং মাইরা।[2] ২০১৩ সালে অর্জুন মুম্বাই শহরে ঘোড়ায় টানা গাড়ি বন্ধের প্রচারণায় যোগ দেন।[3]

তথ্যসূত্র

  1. ET Bureau Apr 26, 2012, 02.15PM IST (২০১২-০৪-২৬)। "Percept and Arjun Rampal join hands to launch the 'Lost'"। Articles.economictimes.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৮
  2. "Fatherhood has changed me as a person: Raj Kundra"The Times Of India। ১৭ জুন ২০১২।
  3. "Arjun Rampal Demands Ban on Horse-Drawn Carriages," 1 April 2013.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.