অর্চনা মহন্ত
অৰ্চনা মহন্ত (১৮ মাৰ্চ, ১৯৪৯ - ২৭ আগস্ট, ২০২০) একজন ভারতীয় একক কণ্ঠশিল্পী। তিনি অসমীয়া ভাষার আধুনিক গান, ভক্তিমূলক গান এবং বিহুগানে কণ্ঠদান করেছেন। বেশ কয়েকটি অসমীয়া চলচ্চিত্রেও তিনি কণ্ঠ দিয়েছিলেন। শাস্ত্ৰীয় সংগীত ও লোকসংগীতের পদ্ধতিগত শিক্ষাগ্ৰহণ করা অৰ্চনা মহন্ত আকাশবাণীর বিশিষ্ট একক গায়িকা ছিলেন। অষ্টম শ্ৰেণীতে পড়ার সময় মাটির স্বৰ্গ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি অভিনেত্ৰী হিসাবেও আত্মপ্রকাশ করেছিলেন। তারপর একাধিক নাটকে অভিনয় করেছিলেন। উল্লেখ্য যে অৰ্চনা মহন্ত ও তার স্বামী বিহুসম্ৰাট খগেন মহন্তের জুটি অসমীয়া সংগীতজগতে একটি বহুল সমাদৃত জুটি হিসেবে খ্যাত। তারা একেসঙ্গে মঞ্চপরিবেশনের মাধ্যমে শ্ৰোতা-দৰ্শকের মাঝে জনপ্ৰিয়তা অৰ্জন করেছিলেন।[3]
অৰ্চনা মহন্ত | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | [1] গুয়াহাটি, আসাম, ভারত | ১৮ মার্চ ১৯৪৯
মৃত্যু | ২৭ আগস্ট ২০২০ ৭১)[2] গুয়াহাটি, আসাম, ভারত | (বয়স
ধরন | লোকসংগীত |
পেশা | সঙ্গীতশিল্পী |
শৈশব ও সংগীতজীবন
অৰ্চনা মহন্ত ১৯৪৯ সালের ১৮ মাৰ্চে গুয়াহাটির মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে জন্মগ্ৰহণ করেছিলেন। তার পিতার নাম মাধব দাস এবং মাতার নাম লাবণ্য দাস। প্রকৃত নিবাস বরপেটাতে হলেও সপরিবারে গুয়াহাটিতেই ছিলেন তারা। অৰ্চনা মহন্তর পিতা-মাতাও সংগীতের প্ৰতি অনুরাগী ছিলেন। বিশেষ করে মা লাবণ্য দাসই তার মনে সংগীতের প্ৰতি আকৰ্ষণ জুগিয়ে তুলিছিলেন।
ব্যক্তিগত জীবন
১৯৭৩ সালে বিহু সম্ৰাট বলে পরিচিত খগেন মহন্তের সঙ্গে অৰ্চনা মহন্তের বিবাহ সম্পন্ন হয়। তাদের পুত্ৰ অঙ্গরাগ মহন্তও (পাপন) একজন প্ৰতিষ্ঠিত কণ্ঠশিল্পী। ২০১৪ সালের অৰ্চনা মহন্তের স্বামী খগেন মহন্তের দেহাবসান ঘটে।[4]
উল্লেখযোগ্য গান
ক্ৰমিক নং | শিরোনাম | গীতিকার | সুরকার |
---|---|---|---|
১ | হোমর জুই জ্বলিছে | কেশব মহন্ত | খগেন মহন্ত |
২ | কিমান নাও যে ঘাটত লাগিল | কেশব মহন্ত | অমিয়ধর বরুয়া |
৩ | শালিকী অ' অবুজন চরাইজনী | কেশব মহন্ত | নলিনী চৌধুরী |
৪ | আগ চোতাল ভারত পরি, কাউরীজনীর কলকলনি | নগেন বরা | বিপুল বরুয়া |
৫ | অ' ফুলপাহ হালিছ জালিছ | কেশব মহন্ত | খগেন মহন্ত |
৬ | মই কেতিয়াবা অকলশরে তোমার কথাকে ভাবোঁ | ইদ্ৰিছ আলী | হীরালাল ব্যানাৰ্জী |
মৃত্যু
২০২০ সালের ২৭ আগস্টে ৭২ বছর বয়সে অৰ্চনা মহন্ত মৃত্যুবরণ করেন। জানা যায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং পারকিনসন রোগে ভুগছিলেন।[5][6]
তথ্যসূত্র
- "অৰ্চনা মহন্ত আছিল অসমীয়া ছবিৰো নায়িকা"। Asomiya Pratidin (অসমীয়া ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০।
- "Veteran Assamese singer Archana Mahanta passes away"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০।
- "Veteran Assamese singer Archana Mahanta dies in Guwahati. Assam CM mourns demise"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০।
- "Papon's mother and noted Assamese singer Archana Mahanta passes away"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০।
- "Angaraag 'Papon' Mahanta's mother and noted singer Archana Mahanta passes away"। The Sentinel (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২০।
- "Archana Mahanta, who took Assamese folk music to new heights, dies at 72"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২০।