অরুণোদয় সিং

অরুণোদয় সিং (জন্ম: ১৭ ফেব্রুয়ারি, ১৯৮৩) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম অভিনীত সিনেমা ছিল সিকান্দার ২০০৯ সালে মুক্তি পায়। এর অরুণোদয় কে  সুধীর মিশ্র'র ইয়েহ শালী জিন্দেগী (২০১১), পূজা ভাট''র জিসম ২ (২০০২), ডেভিড ধাওয়ান'র ম্যায় তেরা হিরো(২০১৪), মহেঞ্জোদারো (২০১৬) এবং থ্রিলার ফিল্ম পিজা তে দেখা গেছে। 

অরুণোদয় সিং
২০১২ তে জিসম ২ এর প্রিমিয়ারে অরুণোদয়
জন্ম (1983-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩
সিধি, মধ্যপ্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৯-বর্তমান
উচ্চতা১.৯৩ মিটার

প্রাক এবং ব্যক্তিগত জীবন

অরুণোদয় ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলার চুরহাতে। তারা প্রপিতামহ অর্জুন সিং ছিলেন ভারতীয় রাজনীতিবিদ এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী।

  .[1][2]

কর্মজীবন

২০০৯ সালে সিকান্দারে অভিনয়ের মাধ্যমে অরুনোদয়ের চলচ্চিত্র জীবন শুরু হয়।

দিনো মরিয়া, অরুণোদয় সিং, সানি লিওন, রণদীপ হুদা এবং অর্ক প্রভু মুখোপাধ্যায় জিসম ২ এর প্রচারণার সময়ে

চলচ্চিত্রগ্রাফি

বছর শিরোনাম ভূমিকা নোট
2009 Sikandar Zahageer কাদির
2010 আয়েশা Dhruv সিং
2010 Mirch Maanav
2011 Yeh Saali সিনেমা Kuldeep মনোনীত সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা স্ক্রিন পুরস্কার
2012 মহিলা 2 Ayaan ঠাকুর
2013 Ek Bura আদমি Munna সিদ্দিকী
2014 প্রধান তেরা হিরো অঙ্গদ Negi
2014 পিজা জনাব গোস্ট
2014 Ungli রিকি
2015 Mr. X এসিপি Bharadwaj
2016 বুদ্ধ একটি ট্রাফিক জ্যাম বিক্রম পণ্ডিত
Mohenjo Daro Moonja
ভাইসরয় এর ঘর (চলচ্চিত্র)ভাইসরয় এর হাউস
2017 1971: সীমানা অতিক্রম লেফটেন্যান্ট কর্নেল শরীফ রানা চিত্রগ্রহণ

তথ্যসূত্র

  1. "No reservations"Indian Express। ২৫ জুলাই ২০০৯।
  2. "Arunoday all set"The Times of India। ২৭ জুলাই ২০০৯। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.