অরবিন্দ পোদ্দার
অরবিন্দ পোদ্দার (৩ নভেম্বর ১৯১৯ ―২০ জুন ২০২১) একজন বাঙালি লেখক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, অধ্যাপক ও গবেষক ছিলেন। মার্কসবাদী সমাজতত্ত্ব থেকে শুরু করে বাংলার নবজাগরণ, বঙ্কিমচন্দ্র থেকে ইংরাজী সাহিত্যের ইতিহাসে নিজের প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।[1][2]
অরবিন্দ পোদ্দার | |
---|---|
জন্ম | ৩ নভেম্বর ১৯১৯ |
মৃত্যু | ২০ জুন ২০২১ কলকাতা |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপনা ও গবেষণা |
পিতা-মাতা | রাধাগোবিন্দ পোদ্দার (পিতা) |
জন্ম ও শিক্ষা জীবন
অরবিন্দ পোদ্দারের জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের শ্রীহট্টে। পিতার নাম রাধাগোবিন্দ পোদ্দার। তার স্কুলজীবনের পড়াশোনা ময়মনসিংহে। তারপর চলে আসেন কলকাতায়। এ শহরেই তার বিদ্যাচর্চার সাথে রাজনৈতিক ধ্যানধারণা গড়ে ওঠে। ছাত্রাবস্থায় বিপ্লবী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন এবং স্বভাবতই আন্দোলনে জড়িত ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন। ১৯৪০ খ্রিস্টাব্দে অন্তরীণ হন। ১৯৪৩ খ্রিস্টাব্দে গ্রেফতার হয়ে বন্দিজীবন কাটান তিন বৎসর বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ ঠাকুর, হেমন্তকুমার বসু প্রমুখের সাথে। ১৯৪৬ খ্রিস্টাব্দে মুক্তি পাওয়ার পর এম.এ পাশ করেন এবং ১৯৫১ খ্রিস্টাব্দে ডি.ফিল ডিগ্রি লাভ করেন।[1][2]
কর্মজীবন
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের ফেলো ছিলেন। বামপন্থী ভাবধারায় তিনি সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক হিসাবে পরিচিতি লাভ করেন। তার গবেষণাগ্রন্থগুলি থেকে উপকৃত হয়েছেন বাংলার বিশিষ্ট বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ও অগণিত ছাত্রছাত্রী।
রচিত গ্রন্থ
তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল -
- বঙ্কিম মানস (১৯৫১)
- শিল্প দৃষ্টি (১৯৫১)
- ঊনবিংশ শতাব্দীর পথিক (১৯৫৫)
- মানবধর্ম ও বাংলা কাব্যে মধ্য যুগ (১৯৫৮)
- রবীন্দ্রনাথের কিশোর সাহিত্য (১৯৫৯)
- রবীন্দ্রনাথ শতবর্ষ পরে (১৯৬১)
- ইংরাজী সাহিত্য পরিচয় (১৯৮১)
- রবীন্দ্রনাথ:রাজনৈতিক ব্যক্তিত্ব (১৯৮২)
- 'রামমোহন উত্তরপক্ষ' (১৯৮২)
- 'শিল্পীর আয়ুধ সমাজতান্ত্রিক বাস্তবতা' (১৯৮২)
- 'রেনেসাঁস ও সমাজ মানস'(১৯৮৩)
- 'মার্কসীয় নন্দনতত্ত্ব ও সাহিত্য বিচার' (১৯৮৫)
- 'বাংলার অগ্নিযুগ সূর্যোদয় ও সূর্যাস্তের দিনগুলি' (১৯৯৭)
- 'বঙ্কিম ঐতিহ্য ও ঐতিহ্যের শত্রুরা' (১৯৯৯)
- 'আত্মানুসন্ধান জাতীয় সংহতি ও ইসলাম' (২০০১)
- 'কমিউনিস্ট মেনিফেস্টো ভারতবর্ষ এবং আমরা' (২০০৫)
- 'বন্দেমাতরম ইতিহাসে বিতর্কে' (২০০৬)
- 'একালের বুদ্ধিজীবী দর্পণে বৃহন্নলা' (২০০৬)
- 'স্বাধীনতার বিভ্রান্ত সেনাপতি এম কে গান্ধী' (২০০৭)
- 'পশুখামার ফিরে দেখা' (২০০৯)
- 'মধ্য এশিয়ার লুটেরা এবং আমরা ভারতীয়রা' (২০১০)[3]
তথ্যসূত্র
- "কলকাতার কড়চা - শতবর্ষের প্রাপ্তি"। সংগ্রহের তারিখ ২০২০-১১-০২।
- "অরবিন্দ পোদ্দার স্মরণে"। sangbad.net.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- "RBU Online catalog"। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৪।