অয়নাবরম

অয়নাবরম, বা অয়নপুরম, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার উত্তর দিকে অবস্থিত একটি লোকালয়। চেন্নাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগী রাস্তা কোন্নূর হাই রোড এই অঞ্চলের ওপর দীর্ঘায়িত৷[1]

অয়নাবরম
அயனாவரம்
অয়নপুরম
চেন্নাইয়ের অঞ্চল
অয়নাবরম চেন্নাই-এ অবস্থিত
অয়নাবরম
অয়নাবরম
অয়নাবরম তামিলনাড়ু-এ অবস্থিত
অয়নাবরম
অয়নাবরম
স্থানাঙ্ক: ১৩.১° উত্তর ৮০.২৩৩° পূর্ব / 13.1; 80.233
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
সরকার
  শাসকচেন্নাই নগরনিগম
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০২৩
যানবাহন নিবন্ধনTN-01 (টিএন-০১)
নগর পরিকল্পনাসিএমডিএ
সিভিক এজেন্সিচেন্নাই নগরনিগম
ওয়েবসাইটwww.chennai.tn.nic.in

নামকরণ

লোকালয়টি পূর্বে অয়নপুরম নামে পরিচিত ছিল, যেখানে অয়ন শব্দের অর্থ ব্রহ্মা৷ যখন মুরুগা ব্রহ্মাদেবকে অনুযোগ করেন ও তার সৃষ্টিকারী ক্ষমতা হরণ করে নেন, তখন ব্রহ্মা শিবের আরাধনা করে তার এই শক্তি পুনর্সঞ্চয় করেন৷ মনে করা হয় ব্রহ্মা পরশুরাম ঈশ্বর মন্দিরের শিবের আরাধনা করেন৷ এই স্থানটি ব্রহ্মাপুরী নামেও উল্লিখিত রয়েছে৷[2]

অবস্থান

লোকালয়টির উত্তর দিকে পেরম্বুর, পূর্ব দিকে পুলিয়ান্তোপ, দক্ষিণ-পূর্ব দিকে পুরসাইবক্কম, দক্ষিণ দিকে কীলবক্কম, দক্ষিণ পশ্চিম দিকে আন্নানগর ও পশ্চিম দিকে ভিল্লিবক্কম অবস্থিত।

পরিবহন

অয়নাবরম থেকে চেন্নাই এমটিসি বাস পরিষেবার মাধ্যমে কোদুঙ্গাইয়ুর, সেঙ্গুন্দ্রম, কোয়মবেড়ু, তিরু ভি কল্যাণসুন্দরম নগর, মেটবক্কম, বড়পালনি, বেলাচেরি প্রভৃতি লোকালয়ের সাথে সড়কপথে যোগাযোগ করেছেন।[3]

এই লোকালয়ের নিকটবর্তী রেল স্টেশনদুটি হল দক্ষিণ রেলের অন্তর্গত পেরম্বুরপেরম্বুর লোকো ওয়ার্কস রেলওয়ে স্টেশন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.