অমি বনি কথাচিত্র

অমি বনি কথাচিত্র হচ্ছে জনপ্রিয় অভিনেতা ডিপজলের মালিকানাধীন একটি বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, পরিবেশক।[4][5] এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে আম্মাজান, ঢাকাইয়া মাস্তান, চাচ্চুবাধা সহ বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র।[6][7][8]

    অমি বনি কথাচিত্র
    ধরনব্যক্তিমালিকানাধীন
    শিল্পবিনোদন
    প্রতিষ্ঠাতাডিপজল[1][2][3]
    সদরদপ্তর,
    প্রধান ব্যক্তি
    ডিপজল
    পণ্যসমূহচলচ্চিত্র
    মালিকডিপজল[1]

    চলচ্চিত্রের তালিকা

    চলচ্চিত্রপরিচালক শ্রেষ্ঠাংশে মুক্তির তারিখমন্তব্য
    আম্মাজানকাজী হায়াৎমান্না, মৌসুমী, ডিপজল
    ভংকার বিষুমনতাজুর রহমান আকবররিয়াজ, শাবনুর, ডিপজল
    ঢাকাইয়া মাস্তানমনতাজুর রহমান আকবরমান্না, মৌসুমী, ডিপজল
    ভাইয়ের শত্রু ভাইমনতাজুর রহমান আকবরমান্না, ডিপজল
    বাধাশাহিন সুমনরিয়াজ, পূর্ণিমা, শাকিব খান, ডিপজল
    চাচ্চুএফ আই মানিকডিপজল, শাকিব খান, অপু বিশ্বাস
    মানুষ কেনো অমানুষ মনতাজুর রহমান আকবর ডিপজল, জয় চৌধুরী, মৌ খান
    বাংলার হারকিউলিস মনতাজুর রহমান আকবর ডিপজল, নাদিমুল ইসলাম, মৌ খান
    যেমন জামাই তেমন বউ মনতাজুর রহমান আকবর ডিপজল, মৌ খান
    ঘর ভাঙ্গা সংসার মনতাজুর রহমান আকবর ডিপজল, আঁচল, শিরিন শিলা

    আরো দেখুন

    তথ্যসূত্র

    1. "ঈদের দিন এনটিভিতে ডিপজল-রেসির 'স্বামী ভাগ্য'"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    2. "পুরান ঢাকার 'বাদশা খান' ডিপজল"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    3. "কালের গর্ভে কাকরাইলের শত শত প্রযোজনা প্রতিষ্ঠান"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    4. "অসুস্থ ডিপজলকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    5. "হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডিপজল"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    6. "আলোর মুখ দেখছে না যেসব ছবি! | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
    7. "বন্ধ হয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান"প্রথম আলো
    8. "প্রাণ নেই কাকরাইলের ছবিপাড়ায়"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০

    বহিঃসংযোগ

    • আইএমডিবি
    • - বাংলা মুভি ডেটাবেজ (বাংলা)
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.