অমি বনি কথাচিত্র
অমি বনি কথাচিত্র হচ্ছে জনপ্রিয় অভিনেতা ডিপজলের মালিকানাধীন একটি বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, পরিবেশক।[4][5] এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে আম্মাজান, ঢাকাইয়া মাস্তান, চাচ্চু ও বাধা সহ বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র।[6][7][8]
ধরন | ব্যক্তিমালিকানাধীন |
---|---|
শিল্প | বিনোদন |
প্রতিষ্ঠাতা | ডিপজল[1][2][3] |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | ডিপজল |
পণ্যসমূহ | চলচ্চিত্র |
মালিক | ডিপজল[1] |
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র | পরিচালক | শ্রেষ্ঠাংশে | মুক্তির তারিখ | মন্তব্য |
---|---|---|---|---|
আম্মাজান | কাজী হায়াৎ | মান্না, মৌসুমী, ডিপজল | ||
ভংকার বিষু | মনতাজুর রহমান আকবর | রিয়াজ, শাবনুর, ডিপজল | ||
ঢাকাইয়া মাস্তান | মনতাজুর রহমান আকবর | মান্না, মৌসুমী, ডিপজল | ||
ভাইয়ের শত্রু ভাই | মনতাজুর রহমান আকবর | মান্না, ডিপজল | ||
বাধা | শাহিন সুমন | রিয়াজ, পূর্ণিমা, শাকিব খান, ডিপজল | ||
চাচ্চু | এফ আই মানিক | ডিপজল, শাকিব খান, অপু বিশ্বাস | ||
মানুষ কেনো অমানুষ | মনতাজুর রহমান আকবর | ডিপজল, জয় চৌধুরী, মৌ খান | ||
বাংলার হারকিউলিস | মনতাজুর রহমান আকবর | ডিপজল, নাদিমুল ইসলাম, মৌ খান | ||
যেমন জামাই তেমন বউ | মনতাজুর রহমান আকবর | ডিপজল, মৌ খান | ||
ঘর ভাঙ্গা সংসার | মনতাজুর রহমান আকবর | ডিপজল, আঁচল, শিরিন শিলা | ||
আরো দেখুন
তথ্যসূত্র
- "ঈদের দিন এনটিভিতে ডিপজল-রেসির 'স্বামী ভাগ্য'"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "পুরান ঢাকার 'বাদশা খান' ডিপজল"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "কালের গর্ভে কাকরাইলের শত শত প্রযোজনা প্রতিষ্ঠান"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "অসুস্থ ডিপজলকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডিপজল"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "আলোর মুখ দেখছে না যেসব ছবি! | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "বন্ধ হয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান"। প্রথম আলো।
- "প্রাণ নেই কাকরাইলের ছবিপাড়ায়"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.