অভ্যন্তরবর্গ

উপদেশবর্গ (ওয়াইলি: klong sde) [1] তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং মা ধর্মসম্প্রদায়ের নয়টি যানের অন্তর্তন্ত্রযান নামক শেষ তিনটি যানের অন্তিম যান অতিযোগ তত্ত্বের তিনটি বিভাগের মধ্যে একটি।

ইতিহাস

প্রহেবজ্র হতে প্রাপ্ত অতিযোগ তত্ত্বকে মঞ্জুশ্রীমিত্র চিত্তবর্গ, অভ্যন্তরবর্গ এবং উপদেশবর্গ এই তিন ভাগে বিভক্ত করেন। [2] প্রহেবজ্রর তিনটি বাণী বা ত্শিগ-গ্সুম-গ্নাদ-ব্র্দেগের (ওয়াইলি: Tshig-gsum gnad-brdeg) দ্বিতীয় বাণী থাগ-গ্চিগ-থোগ-দুগ-চাদের (ওয়াইলি: thag gCig thog dug Cad) সঙ্গে সম্পর্কিত। এই তত্ত্বের মাধ্যমে সাধক তার প্রাকৃতিক অবস্থা থেকে সন্দেহ অপসারণের শিক্ষালাভ করেন।

পুঁথি

যদিও তুলকু থোন্ডুপ ও হ্যারল্ড ট্যালবটের মতে অভ্যন্তরবর্গ তত্ত্বের মোট পুঁথির সংখ্যা মাত্র সাত[3] তবুও এলিও গুয়ারিসকো ও ইংরিড ম্যাকলিয়ড ভিন্ন মত পোষণ করেন। গুয়ারিসকো ও ম্যাকলিয়ডের প্রদত্ত অভ্যন্তরবর্গ তত্ত্বের পুঁথিগুলির তালিকা নিম্নরূপ[4] -

  • ক্লোং-ছেন-রাব-'ব্যাম্স-র্গ্যাল-পো (তিব্বতি: ཀློང་ཆེན་རབ་འབྱམས་རྒྱལ་པོ, ওয়াইলি: klong chen rab 'byams rgyal po)
  • কুন-তু-ব্জাং-পো-নাম-ম্খা'-ছে (তিব্বতি: ཀུན་ཏུ་བཟང་པོ་ནམ་མཁའ་ཆེ, ওয়াইলি: kun tu bzang po nam mkha' che)
  • রিগ-পা-রাং-শার-বা (তিব্বতি: རིག་པ་རང་རྩལ་ཤར་བ, ওয়াইলি: rig pa rang rtsal shar ba)
  • গ্দাম্স-ঙ্গাগ-স্না-ত্শোগ্স-'খোর-লো (তিব্বতি: གདམས་ངག་སྣ་ཚོགས་འཁོར་ལོ, ওয়াইলি: gdams ngag sna tshogs 'khor lo)
  • 'ফাগ্স-লাম-ব্কোদ-পা (তিব্বতি: འཕགས་ལམ་བཀོད་པ, ওয়াইলি: 'phags lam bkod pa)
  • র্দো-র্জে-সেম্স-দ্পা'-নাম-ম্খা'ই-ম্থা'-দাং-ম্ন্যাম-পা (তিব্বতি: རྡོ་རྗེ་སེམས་དཔའ་ནམ་མཁའི་མཐའ་དང་མཉམ་པ, ওয়াইলি: rdo rje sems dpa' nam mkha'i mtha' dang mnyam pa)
  • য়ে-শেস-গ্সাং-বা-স্গ্রোন-মা (তিব্বতি: ཡེ་ཤེས་གསང་བ་སྒྲོན་མ, ওয়াইলি: ye shes gsang ba sgron ma)
  • রিন-পো-ছে-'খোর-লো (তিব্বতি: རིན་པོ་ཆེ་འཁོར་ལོ, ওয়াইলি: rin po che 'khor lo)
  • য়ে-শেস-গ্সাং-বা (তিব্বতি: ཡེ་ཤེས་གསང་བ, ওয়াইলি: ye shes gsang ba)
  • য়ে-শেস-র্দ্জোগ্স-বা (তিব্বতি: ཡེ་ཤེས་རྫོགས་པ, ওয়াইলি: ye shes rdzogs pa)
  • ব্যাং-ছুব-ক্যি-সেম্স-কুন-লা-জুগ-পা-র্নাম-দাগ-স্তোন-পা (তিব্বতি: བྱང་ཆུབ་ཀྱི་སེམས་ཀུན་ལ་འཇུག་པ་རྣམ་དག་སྟོན་པ, ওয়াইলি: byang chub kyi sems kun la 'jug pa rnam dag ston pa)
  • ব্যাং-ছুব-ক্যি-সেম্স-র্দো-র্জে-'ওদ-'ফ্রো (তিব্বতি: བྱང་ཆུབ་ཀྱི་སེམས་རྡོ་རྗེ་འོད་འཕྲོ, ওয়াইলি: byang chub kyi sems rdo rje 'od 'phro)

আরো পড়ুন

  • "The Practice of Dzogchen", Tulku Thondup, Harold Talbott editors, Snow Lion Publications, Ithaca NY, 1989. আইএসবিএন ১-৫৫৯৩৯-০৫৪-৯
  • Anspal, Sten (2005). The Space Section of the Great Perfection (rDzogs-chen klong-sde): a category of philosophical and meditative teachings in Tibetan Buddhism. Thesis. The University of Oslo. Source: (accessed: Thursday April 15, 2010)

তথ্যসূত্র

  1. http://www.rigpawiki.org/index.php?title=Mengakd%C3%A9 | Rigpa wiki link to Category of Pith Instructions
  2. http://www.bhutanvisit.com/Buddhism/nyingmapa.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০১২ তারিখে accessed: 1 February 2007
  3. Tulku Thondup, Harold Talbott (1997). Hidden teachings of Tibet: an explanation of the Terma tradition of Tibetan Buddhism. Second Edition. Wisdom Publications. আইএসবিএন ০-৮৬১৭১-১২২-X, 9780861711222. Source: (accessed: Thursday April 15, 2010), p.48
  4. Guarisco, Elio (trans.); McLeod, Ingrid (trans., editor); Jamgon Kongtrul Lodro Taye, Kon-Sprul Blo-Gros-Mtha-Yas (compiler) (2005). The Treasury of Knowledge: Book Six, Part Four: Systems of Buddhist Tantra. Ithaca, New York, USA: Snow Lion Publications. আইএসবিএন ১-৫৫৯৩৯-২১০-X, p.520
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.