অভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)
অভিষেক শর্মা (জন্ম ৪ সেপ্টেম্বর ২০০০) একজন ভারতীয় ক্রিকেটার।[1] পাঞ্জাবের হয়ে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফি চলাকালীন।[2]পাঞ্জাবেরই হয়ে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৭ সালে রনজি ট্রফি চলাকালীন।[3]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | অভিষেক শর্মা |
জন্ম | অমৃতসর, পাঞ্জাব, ভারত | ৪ সেপ্টেম্বর ২০০০
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
বোলিংয়ের ধরন | বাঁ-হাতি অর্থোডক্স স্পিন |
ভূমিকা | অল-রাউন্ডার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৮ | দিল্লি ডেয়ারডেভিলস (জার্সি নং ৪) |
২০১৯–২২ | সানরাইজার্স হায়দ্রাবাদ (জার্সি নং ১৮) |
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২৯ মার্চ ২০২২ |
২০১৭ সালেই তিনি ভারতীয় দলে যুক্ত হন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-এর জন্য।[4]
২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল দিল্লি ডেয়ারডেভিলস দল তাকে নিলামে ₹৫.৫ মিলিয়ন টাকায় কিনে নেয়।[5][6][7] ২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন তার টি২০ অভিষেক হয় দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ও মাত্র ১৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন।[8]
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নিলামে কিনে নেয়।[9][10]
তথ্যসূত্র
- "Abhishek Sharma"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭।
- "Vijay Hazare Trophy, Group A: Punjab vs Vidharbha at Delhi, Feb 25, 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭।
- "Group D, Ranji Trophy at Dharamsala, Oct 6-9 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- "Prithvi Shaw to lead India in Under-19 World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- "IPL Auction 2018 - Abhishek Sharma| Cricbuzz.com"। Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- "List of sold and unsold players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- "U19 World Cup stars snapped up in IPL auction"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।
- "45th match (N), Indian Premier League at Delhi, May 12 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- "IPL 2022 auction: The list of sold and unsold players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২২।
- Jha, Yash (২৪ মার্চ ২০২২)। "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.