অভিষেক চট্টোপাধ্যায়

অভিষেক চট্টোপাধ্যায় (৩০ এপ্রিল ১৯৬৪ - ২৪ মার্চ ২০২২) ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।[4] তার জীবনের প্রথম চলচ্চিত্র নন্দন দাশগুপ্তর “অপরাধী” হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র "পথভোলা"।

অভিষেক চট্টোপাধ্যায়
জন্ম(১৯৬৪-০৪-৩০)৩০ এপ্রিল ১৯৬৪[1]
মৃত্যু২৪ মার্চ ২০২২(2022-03-24) (বয়স ৫৭)[2]
জাতীয়তাভারতীয়
শিক্ষাবরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়
শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৬–২০২২
উল্লেখযোগ্য কর্ম
উচ্চতা ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
দাম্পত্য সঙ্গীসঞ্জুক্তা চট্টোপাধ্যায় (বি. ২০০৮)[3]
সন্তান

চলচ্চিত্র

  • মা (১৯৯২)
  • ওরা চারজন
  • পুরুষোত্তম
  • গীত সংগীত
  • সুজন সখি
  • মায়ার বাঁধন (১৯৯৭)
  • সখি তুমি কার
  • প্রেম সংঘাত
  • হারানের নাতজামাই
  • সকাল সন্ধ্যা (২০০৬)[4]
  • আলো (২০০৩)
  • মায়ের আঁচল (২০০৩)[4]
  • বাড়িওয়ালি (১৯৯৯)
  • নয়নের আলো (১৯৯৮)
  • দহন (১৯৯৭)
  • সংঘর্ষ (১৯৯৫)
  • ইন্দ্রজিৎ (চলচ্চিত্র) (১৯৯২)
  • মায়াবিনী (১৯৯২)
  • পথভোলা (১৯৮৬)[4]
  • আমি যে তোমার (২০১৪)
  • ককটেল (২০১৪)
  • তুফান (২০১৪)
  • চোরা বালি (২০১৩)
  • হারিয়ে যায় (২০১৩)
  • যুগ যুগ জিও (২০১৩)
  • ভয় (২০১১)
  • জয় বাবা ভোলানাথ (২০১০)
  • রাজমহল (২০০৫)[5]
  • সজনী আমার সোহাগ (২০০০)
  • আপন হলো পর (২০০০)
  • শ্রীমতি ভয়ঙ্করী (২০০১)
  • পরিণতি (২০০১)
  • নিশানা (২০০২)
  • বাঙালি বাবু (২০০২)
  • মায়ের আঁচল (২০০৩)
  • অর্জুন আমার নাম (২০০৩)
  • আলো (২০০৩)
  • সবুজ সাথী (২০০৩) রাহুলের চরিত্রে
  • শর্বরী (২০০৩)
  • কুলি (২০০৪)
  • অগ্নি (২০০৪)
  • অর্জুন আমার নাম (২০০৪)
  • রাজমহল (২০০৫) সুমিতের চরিত্রে
  • দাদার আদেশ (২০০৫) রাজ চৌধুরীর চরিত্রে
  • স্বপ্ন (২০০৫)
  • সকাল সন্ধ্যা (২০০৬) সন্দীপের চরিত্রে
  • জনমদাতা (২০০৮)
  • ঘরজামাই (২০০৮)
  • রাজকুমার (২০০৮) রুদ্রের চরিত্রে
  • চাওয়া পাওয়া (২০০৯)
  • সীমান্ত পেরিয়ে (২০১০) অজয়ের চরিত্রে
  • ভয় (২০১১)
  • এই অরণ্য (২০১১) বিক্রম এর চরিত্রে
  • অন্তরে বাহিরে (২০১২) মিস্টার দাসের চরিত্রে
  • মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি (২০১৩)
  • আত্মগোপন (২০১৩) বিজয় চরিত্রে
  • হানিমুন (২০১৩)
  • প্রত্যাবর্তন (২০১৪)
  • আমি যে তোমার (২০১৪)
  • চেতনা (২০১৬)
  • রাত্রি শেষের তারা (২০১৭) উদয়ের চরিত্রে
  • নীড় খোঁজে পাখি (২০১৭)
  • নীলাচলে কিরীটী (২০১৮)
  • ছায়ামূর্তি (২০২০)
  • বাজি (২০২১) রুদ্র প্রতাপ মুখার্জির চরিত্রে
  • শ্লীলতাহানির পরে (২০২১)
  • স্লিপার সেল (২০২১)
  • নিধন (২০২১)
  • লাভার (২০২১)

টেলিভিশন ধারাবাহিক

  • টাপুর টুপুর (স্টার জলসা)
  • আঁচল (স্টার জলসা)
  • কৃষ্ণকান্ত কা ভাসিয়াতনামা
  • চোখের তারা তুই (স্টার জলসা) ধারাবাহিকে যুবরাজের চরিত্রে
  • ইচ্ছে নদী (স্টার জলসা) ধারাবাহিকে ওস্তাদ রশিদ আলীর চরিত্রে
  • পিতা (কালার্স বাংলা)
  • অন্দরমহল (জি বাংলা) ধারাবাহিকে যুবরাজ সেনগুপ্তের চরিত্রে
  • কুসুম দোলা (স্টার জলসা) ধারাবাহিকে দীপ্তমান বসুর চরিত্রে
  • ফাগুন বউ (স্টার জলসা) ধারাবাহিকে চন্দ্রজিৎ বসুর চরিত্রে
  • ময়ূরপঙ্খী (স্টার জলসা) ধারাবাহিকে নীলাম্বর মিত্রের চরিত্রে
  • মোহর (স্টার জলসা) ধারাবাহিকে আদিদেব রায় চৌধুরীর চরিত্রে
  • খড়কুটো (স্টার জলসা) ধারাবাহিকে ডাঃ কৌশিক বোসের চরিত্রে

তথ্যসূত্র

  1. "Abhishek Chatterjee"timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৭
  2. "প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়, শ্যুটিং চলাকালীন আক্রান্ত হন হৃদ্‌রোগে"। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪
  3. "Abhishek's wife wishes him happy 7th marriage anniversary"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫
  4. "Biography of Abhishek Chatterjee"gomolo.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১
  5. "Filmography of Abhishek Chatterjee"gomolo.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.