অব্যয়ীভাব সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে।[1] অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ')= আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত= আমরণ।
বাংলা ব্যাকরণ |
---|
ইতিহাস |
ধ্বনিতত্ত্ব |
|
রূপতত্ত্ব/শব্দতত্ত্ব |
|
বাক্যতত্ত্ব |
|
অর্থতত্ত্ব |
|
ছন্দ ও অলংকার |
|
বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস
সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্য, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ,ঊর্ধ্ব, সম্মান প্রভৃতি নানা অর্থে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস হয়। যেমন:
১. | সামীপ্য (উপ) | কণ্ঠের সমীপে= উপকণ্ঠ, কূলের সমীপে= উপকূল |
২. | বিপ্সা (অনু, প্রতি) | দিন দিন= প্রতিদিন, ক্ষণে ক্ষণে= অনুক্ষণে, ক্ষণ ক্ষণ= অনুক্ষণ |
৩. | অভাব (নিঃ= নির) | আমিষের অভাব= নিরামিষ, ভাবনার অভাব= নির্ভাবনা, জলের অভাব= নির্জল, উৎসাহের অভাব= নিরুৎসাহ |
৪. | পর্যন্ত (আ) | সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত= আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক |
৫. | সাদৃশ্য (উপ) | শহরের সদৃশ= উপশহর, গ্রহের তুল্য= উপগ্রহ, বনের সদৃশ= উপবন |
৬. | অনতিক্রম্যতা (যথা) | রীতিকে অতিক্রম না করে= যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে= যথাসাধ্য। এরূপ- যথাবিধি, যথাযোগ্য |
৭. | অতিক্রান্ত (উৎ) | বেলাকে অতিক্রান্ত= উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত= উচ্ছৃঙখল |
৮. | বিরোধ (প্রতি) | বিরুদ্ধ বাদ= প্রতিবাদ, বিরুদ্ধ কূল= প্রতিকূল |
৯. | পশ্চাৎ (অনু) | পশ্চাৎ গমন= অনুগমন, পশ্চাৎ ধাবন= অনুধাবন |
১০. | ঈষৎ (আ) | ঈষৎ নত= আনত, ঈষৎ রক্তিম= আরক্তিম |
১১. | ক্ষুদ্র অর্থে (উপ) | উপগ্রহ, উপনদী |
১২. | পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) | পরিপূর্ণ, সম্পূর্ণ |
১৩. | দূরবর্তী অর্থে (প্র, পর) | অক্ষির অগোচরে= পরোক্ষ। এরূপ- প্রপিতামহ |
১৪. | প্রতিনিধি অর্থে (প্রতি) | প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব |
১৫. | প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) | প্রতিপক্ষ, প্রত্যুত্তর |
১৬. | সম্পর্ক অর্থে (সম, বিষয়) | সম্বল = বলের সম্পর্কে, সম্মান= মানের সম্পর্কে, সমক্ষে= অক্ষের সম্পর্কে |
১৭. | যোগ্যতা অর্থে (অনু) | অনুসন্তান= যোগ্য সন্তান, অনুকূল= কুলের যোগ্য, অনুদান= দানের যোগ্য |
আরো দেখুন
তথ্যসূত্র
- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, শিক্ষাবর্ষ ২০১৬, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.