অপর্ণা বিনোদ
অপর্ণা বিনোদ (জন্ম: ১৯ ফেব্রুয়ারি ১৯৯৬) একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী। তিনি ২০১৩ সালে নঞ্জন নিন্নডু কোদেয়ুন্ডু চলচ্চিত্রের মাধ্যমে মালয়ালমে অভিষেক করেছিলেন।
অপর্ণা বিনোদ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | মনোবিজ্ঞানে স্নাতকোত্তর |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল |
কর্মজীবন | ২০১২ - বর্তমান |
পিতা-মাতা |
|
আত্মীয় | গায়ত্রী বিনোদ |
প্রারম্ভিক জীবন, পরিবার ও শিক্ষা
অপর্ণা কেরলের এর্নাকুলামে জন্মগ্রহণ করেছিলেন। প্রারম্ভিক বছরগুলিতে তিনি সেন্ট থমাস রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছিলেন এবং এফআর. ম্যাথু আলাকালাম পাবলিক স্কুল, চালাকুড়ি থেকে দশম শ্রেণি পাস করেছিলেন।
অপর্ণা মনোবিজ্ঞানে স্নাতকোত্তর। তিনি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ থেকে মনোবিজ্ঞানে এম.এসসি করছেন। তিনি ভারতের চেন্নাইয়ে বাস করেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৫ | নঞ্জন নিন্নডু কোদেয়ুন্ডু | তারা | মালয়ালম | অভিষেক চলচ্চিত্র |
কোহিনূর | ডেইজি | [1] | ||
২০১৭ | বৈরভা | বৈশালী | তামিল | তামিল চলচ্চিত্রে অভিষেক[2][3][4] |
২০২০ | নাদুভান | নির্মাণাধীন | ||
পুরস্কার এবং স্বীকৃতি
বছর | পুরস্কার | বিভাগ | কর্ম | নাটক | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১৭ | ক্যালিকট বিশ্ববিদ্যালয়: ডি-জোন | মুখ্য ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রী | ইংরেজি নাটক | দ্য ফাইনাল জাজমেন্ট | বিজয়ী |
২০১৭ | বিশ্ববিদ্যালয় আর্ট ফেস্ট: ক্যালিকট বিশ্ববিদ্যালয় | মুখ্য ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রী | ইংরেজি নাটক | দ্য ফাইনাল জাজমেন্ট | বিজয়ী |
২০১৮ | ক্যালিকট বিশ্ববিদ্যালয়: ডি-জোন | মুখ্য ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রী | ইংরেজি নাটক | রোড টু রিডেম্পশন | বিজয়ী |
২০১৮ | বিশ্ববিদ্যালয় আর্ট ফেস্ট: ক্যালিকট বিশ্ববিদ্যালয় | মুখ্য ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রী | ইংরেজি নাটক | রোড টু রিডেম্পশন | বিজয়ী |
তথ্যসূত্র
- "Aparna is Asif Ali's heroine in Kohinoor - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩।
- "'Bairavaa' actress Aparna Vinod is Bharath's heroine! - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৪।
- "It's a dream come true: Aparna Vinod"। Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩।
- "Aparna Vinod learns Tamil on the sets of Vijay film - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অপর্ণা বিনোদ (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.