অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্য (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৭৮) একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।[1]
অপরাজিতা আঢ্য | |
---|---|
![]() রামতনু বোস লেনের পূজার অনুষ্ঠানে অপরাজিতা আঢ্য | |
জন্ম | |
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেত্রী |
পরিচিতির কারণ | জল নূপুর, বেলাশেষে, প্রাক্তন |
কর্মজীবন
তিনি প্রাক্তন চলচ্চিত্রে সেরা সহায়ক চরিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার (পূর্ব) লাভ করেন।ফিল্ম ফেয়ার (পূর্ব) ২০২১ সেরা সহ অভিনেত্রী ছবি (চিনি) Bengal film and journalist পুরস্কার সেরা অভিনেত্রী (চিনি) ২০২১ Fafda2021film (চিনি) Tele cine award 2021 (চিনি) আনন্দ লোক ২০২২ একান্নবর্তী। বঙ্গবিভূষন ২০১৪। এবং সর্ব টেলিভিশন পুরস্কার।
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | পরিচালক |
---|---|---|
২০১৮ | হামি | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
মাটি | শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় | |
নূর জাহান[2] | অভিমন্যু মুখোপাধ্যায় | |
অস্কার | পার্থ সারথী মান্না | |
২০১৭ | প্রজাপতি বিস্কুট | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
সমান্তরাল | পার্থ চক্রবর্তী | |
নবাব | জয়দীপ মুখার্জী | |
মেরি পিয়ারি বিন্দু | অক্ষয় রায় | |
২০১৬ | প্রাক্তন | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
২০১৫ | বেলাশেষে | নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
ওপেন টি বায়োস্কোপ | অনিন্দ্য চট্টোপাধ্যায় | |
২০১৩ | গয়নার বাক্স | অপর্ণা সেন |
২০১২ | চুপকথা | দীপঙ্কর এবং শৌভিক সরকার |
ল্যাপটপ | কৌশিক গঙ্গোপাধ্যায় | |
২০০৯ | ম্যাডলি বাঙালি | অঞ্জন দত্ত |
২০০৮ | বাজিমাৎ | হরনাথ চক্রবর্তী |
২০০৪ | মহুলবনীর সেরেঞ | শেখর দাশ |
২০০৩
২০১১ |
কে আপন কে পর | বাপ্পা বন্দ্যোপাধ্যায় |
শুভ মহরৎChitrangada | ঋতুপর্ণ ঘোষ | |
২০০১
২০২১ ২০২২ ২০২২ |
এবং তুমি আর আমি
চিনি একান্নবর্তী বেলা শুরু |
গৌতম বসু
মৈনাক ভৌমিক মৈনাক ভৌমিক শিব প্রসাদ মুখোপাধ্যায় |
টেলিভিশন
বছর | ধারাবাহিক নাটক | চ্যানেল | চরিত্র |
---|---|---|---|
টাকা না সোনা | তারা টিভি | উপস্থাপক | |
২০১০-১১
২০০৮ |
গানের ওপারেKurukshetra | স্টার জলসা আকাশ বাংলা | রাণী
Anannya Guha |
২০১১-১২ | অদ্বিতীয়া | স্টার জলসা | মনিমালা/ মনিমা |
২০১১-১২ | কনকাঞ্জলি | জি বাংলা | প্রতিমা চৌধুরী |
২০১২ | রান্নাবাটী গালগপ্প ভোজ | সানন্দা টিভি | উপস্থাপক |
২০১১-১৪ | মা | স্টার জলসা | প্রতিমা রায়চৌধুরী |
২০১৪-১৫ | সেরা বৌঠান | ইটিভি বাংলা | উপস্থাপক |
২০১৩-১৫ | জল নূপুর | স্টার জলসা | অপরাজিতা/পারী |
২০১৪-১৫ | চোখের তারা তুই | স্টার জলসা | অপরূপা |
২০১৫-১৭ | পুন্যি পুকুর | স্টার জলসা | রাধারাণী বন্দ্যোপাধ্যায় |
২০১৭-১৮ | সন্ন্যাসী রাজা | স্টার জলসা | ইন্দুবালা |
২০১৮-
২০২২ |
রান্নাঘর লক্ষী কাকিমা সুপার স্টার | জি বাংলা | উপস্থাপক
লক্ষী |
আরো দেখুন
তথ্যসূত্র
- "Her first car"। The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১২।
- DEBOLINA SEN (২৫ ফেব্রুয়ারি ২০১৮)। "NOOR JAHAN MOVIE REVIEW"। The Times of India। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অপরাজিতা আঢ্য (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.