অন্তর জ্বালা
অন্তর জ্বালা মালেক আফসারী পরিচালিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর।[1] এটি প্রযোজনা করেছেন জায়েদ খান। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। প্রয়াত মান্নার স্মরণে তার এক ভক্তের কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। বাংলাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্রতি নির্মাণে ২ কোটি টাকা ব্যয় হয়।[2] এটা মালেক আফসারীর পরিচালনায় চব্বিশতম চলচ্চিত্র।[2]
অন্তর জ্বালা | |
---|---|
![]() অন্তর জ্বালা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক | জায়েদ খান |
চিত্রনাট্যকার | মালেক আফসারী |
উৎস | বসন্তবালান কর্তৃক ভেয়িল |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলী আকরাম শুভ |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মদ |
সম্পাদক | চিশতী জামাল |
প্রযোজনা কোম্পানি | জে কে মুভিজ |
পরিবেশক | কৃতাঞ্জলি |
মুক্তি | ১৫ ডিসেম্বর ২০১৭ |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ২ কোটি টাকা |
কুশীলব
- জায়েদ খান - আলাল
- পরীমনি - সোনা
- অমিত হাসান
- জয় চৌধুরী
- মৌমিতা মৌ
- মাহমুদুল ইসলাম মিঠু
- রেহানা জলি
- সাঙ্কো পাঞ্জা
- চিকন আলী
- জ্যাকি আলমগীর
সঙ্গীত
চলচ্চিত্রের সুর ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গীত রচনা করেছেন সুদীপ কুমার দীপ। ছবিটির শিরোনাম নাম "অন্তর জ্বালা" ইউটিউবে প্রকাশিত হওয়ার পর তেলুগু ভাষার চলচ্চিত্র ভেয়িল-এর গান "উরুহুদে মারুহুদে"-এর সাথে গানটির সুর ও দৃশ্যায়নে মিল পাওয়া যায়।[3]
গানের তালিকা
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "অন্তর জ্বালা" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | এস আই টুটুল ও নাজমুন মুনিরা ন্যান্সি | ৬:০৩ |
২. | "পোস্টার লাগাবো" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | পলাশ ও বালি আফরোজ | ৩:২৩ |
৩. | "মধু হই হই বিষ" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | ঐশী ফাতেমা ও কমল | ৩:০৫ |
৪. | "আমরা রোদে পুড়ি" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | এস আই টুটুল | ৩:২৯ |
তথ্যসূত্র
- "মুক্তি পাচ্ছে জায়েদ-পরীর 'অন্তর জ্বালা'"। সময় টিভি। ১৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
- "সাফল্যের শীর্ষে দেশী এবং যৌথ প্রযোজনার দুই ছবি"। চ্যানেল আই অনলাইন। ২০১৭-১২-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- বাবু, মাজহার (২৭ নভেম্বর ২০১৭)। "'অন্তর জ্বালা'র গান হুবহু নকল!"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অন্তর জ্বালা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অন্তর জ্বালা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.